দলের জন্য নিবেদিত প্রাণ আশুলিয়া থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হযরত আলী - Meghna News 24bd

সর্বশেষ


Thursday, October 7, 2021

দলের জন্য নিবেদিত প্রাণ আশুলিয়া থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হযরত আলী



আশুলিয়া প্রতিনিধি : আওয়ামীলীগের যে অঙ্গ সংগঠনটির নামে নেই টেন্ডার বানিজ্য,নেই জুট ব্যবসা, নেই ফুটপাত দখল করে বা পরিবহন থেকে চাদাবাজির অভিযোগ অথবা এ সংগঠনের নেতাকর্মীদের নামে নেই কোন দুর্নীতির অভিযোগ সেই দলটির নাম বাংলাদেশ কৃষকলীগ। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হাতে গড়া বাংলাদেশ কৃষকলীগ । যে দলের সাথে সম্পর্ক রয়েছে তৃণমূলের প্রান্তিক কৃষককের সাথে । 



আশুলিয়া থানা কৃষকলীগের সভাপতি বর্তমান ঢাকা জেলা উত্তর কৃষকলীগের আহবায়ক মহসিন করিমের হাত ধরে কৃষকলীগের রাজনীতিতে প্রবেশ করেন মোঃ হযরত আলী ।সিরাজগঞ্জের উল্লাপাড়া বিজ্ঞান কলেজে পড়াশোনা করার সময় ছাত্রলীগের রাজনীতিতে প্রবেশ করেন তিনি । 



সে সময় রাজপথের পথের প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন লড়াকু সৈনিক । ছাত্রজীবন শেষে প্রবেশ করেন কর্ম জীবনে,সেখানে মেধাশ্রম আর অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সফল ব্যবসায়ী,একজন রাজনীতিবীদ,একজন সমাজ সেবক ও সর্বপরি দলীয় নেতাকর্মীদের কাছে একজন নিবেদিত মানুষ হিসেবে । সাভার আশুলিয়ায়  কৃষকলীগের প্রতিটি অনুষ্ঠানে তার সরব উপস্থিতি প্রমান করে তিনি দলের জন্য কতটা নিবেদিত। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শে অনুপ্রানিত হয়ে শুধুমাত্র দলকে ভালোবেসে নিরলশভাবে কাজ করে চলেছেন তিনি । শুধু সাভার আশুলিয়ায় নয় কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির প্রতিটি অনুষ্ঠানে নেতাকর্মীদের সহযোগে তার উপস্থিতি থাকে চোখে পড়ার মত । কেদ্রীয় নেতৃবৃন্দের সাথে তার রয়েছে সার্বক্ষনিক যোগাযোগ । 

তার দলের জন্য এমন নিবেদিত কর্মকান্ডের কারণে আশুলিয়ার তৃনমূলের নেতাকর্মীরা তাকেই সাধারণ সম্পাদক হিসেবে পেতে চায় । 



এ প্রসঙ্গে হযরত আলী জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শে অনুপ্রানিত হয়ে ছাত্রজীবনে ছাত্রলীগ করতাম । কর্মজীবনে প্রবেশের পর দেশের প্রান্তিক মানুষের কথা ভেবে কৃষকের কল্যানে বাংলাদেশ কৃষকলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হই । অর্থ কামানোর জন্য আমি রাজনীতি করতে আসিনি , বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কে ভালোবাসি তার উত্তস্বরি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখানো পথেই এগিয়ে যেতে চাই । দল কে ভালোবাসি  দলের জন্য কাজকরি, আমার নেতা কৃষকলীগের সভাপতি সমীর চন্দ চন্দ্র ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি আপার সঠিক পদপ্রর্দশনে ও ঢাকা জেলা উত্তর কৃষকলীগের আহবায়ক মহসিন করিমের নেতৃত্বে আশুলিয়া থানা কৃষকলীগ কে আরো শক্তিশালী করতে চাই । তাই পদপদবী আমার কাছে মূখ্য বিষয় নয়। দলীয় নেতৃবৃন্দ আমাকে যেখানে যোগ্যমনে সেখানেই আমি সন্তুষ্ট ।   

Post Bottom Ad

Responsive Ads Here

Pages