কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত গ্রেপ্তার - Meghna News 24bd

সর্বশেষ


Thursday, November 11, 2021

কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত গ্রেপ্তার



কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ঃ গাজীপুরের কালিয়াকৈরে ডাকাতের প্রস্তুতিকালে তিন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো দুটি  দা, ছুরি, ৩টি রশি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত ডাকাতদের গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, প গড়ের দেবীধস থানার শান্তিনগর নতুনপাড়া এলাকার মোঃ হানিফ আলীর ছেলে মোঃ রুহুল আমিন (২৮), সিরাজগঞ্জের শাহাজাতপুর থানার পুকুরপাড় এলাকার আঃ মজিবের ছেলে দেলোয়ার (৩৭) ও গাজীপুরের কালিয়াকৈর থানার কালামপুর এলাকার চান মিয়ার ছেলে মোঃ সেলিম (২৭)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার গভীর রাতে কালিয়াকৈর-নবীনগর মহাসড়কের  কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় মাছের আড়তের পাশে জঙ্গলের ভিতরে  ডাকাত দলের ১০/১২ সদস্য ডাকাতি প্রস্তুতি নিচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাত দলের সদস্য রুহুল আমিন, দেলোয়ার ও সেলিমকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকী ডাকাত সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গ্রেপ্তারকৃত তিন ডাকাত সদস্যের কাছ থেকে দেশীয় ধারালো দুটি  রামদা, একটি ছুরি, ৩টি রশি উদ্ধার করা হয়। এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) শুকান্ত বিশ্বাস জানান, ডাকাতির প্রস্তুতি কালে তিন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদেও নামে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages