কালিয়াকৈরে প্রবাসী নারীর বাড়ি-ঘর ভাংচুরের অভিযোগ,শিশুসহ আহত-৪ - Meghna News 24bd

সর্বশেষ


Friday, November 12, 2021

কালিয়াকৈরে প্রবাসী নারীর বাড়ি-ঘর ভাংচুরের অভিযোগ,শিশুসহ আহত-৪



গাজীপুর প্রতিনিধি :   গাজীপুরের কালিয়াকৈরে শুক্রবার সকালে হামলা চালিয়ে এক প্রবাসী নারীর বাড়ি-ঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। হামলায় শিশুসহ চার নারী আহত হয়েছেন। লুট করা হয়েছে টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল। 

এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার জালশুকা এলাকায় শুক্রবার সকালে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। দীর্ঘদিন আগে ওই এলাকার আব্দুল বারেকের স্ত্রী সৌদি আরব প্রবাসী নারী জাহানারা বেগম পৈত্রিক ওয়ারিশ সূত্রে ৬ সতাংশ পাওয়া জমিতে ঘর-বাড়ি নির্মাণ করেন। এরপর তিনি বিদেশে চলে গেলে অবৈধভাবে জমি দখলের উদ্দেশ্যে ওই ঘর-বাড়ি ভাংচুর করে বিবাদীরা। আবার বিদেশে থেকে ফিরে ওই জমিতে গত বৃহস্পতিবার থেকে ফের ঘর-বাড়ি নির্মাণ করছিলেন প্রবাসী জাহানারা। কিন্তু শুক্রবার সকালে নির্মাণ কাজ চলমান অবস্থায় বিবাদী ইব্রাহিম হোসেন, সামছুল আলম, নাসির উদ্দিন, আজাহার হোসেন, আমিনুল ইসলাম, হুমায়ুন হোসেন, শাহীন, আব্দুল হকসহ ১৬/১৭ জন লোক সেখানে হামলা চালায়। হামলা চালিয়ে তারা দুটি ঘর, খুটি, ও ঘরের ভিতরে থাকা আসবাবপত্র ভাংচুর করে। এসময় তারা এলোপাথারিভাবে জাহানারা বেগম, মনোয়ারা বেগম ও রেহেনা আক্তারকে আহত করে। লুট করে নেওয়া হয়েছে স্বর্ণালংকার, টিন কিনার টাকাসহ প্রায় আড়াই লক্ষাধিক টাকা মালামাল। হামলা ও ভাংচুরে প্রায় ৩ লাখ টাকা ক্ষতি সাধন করে। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসা দিয়েছেন স্থানীয় লোকজন। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়ে বাড়িতে গেলে ওই বিবাধীরা ওই প্রবাসীর শিশু ছেলে তামিমকে পিটিয়ে আহত করে। 

হামলার শিকার জাহানারা বেগম বলেন, বিদেশ থেকে এসে পৈত্রিক ওয়ারিশ সূত্রে জমির মালিক হয়ে ঘর-বাড়ি নির্মাণ করতেছি। কিন্তু বিবাদীরা অবৈধভাবে ওই জমি দখলের জন্য হামলা চালিয়ে ঘর-বাড়ি ভাংচুর ও লুট করে। এ সময় আমাকে ও আমার ছেলেসহ আরো দুইজন নারীকে পিটিয়ে আহত করে। এছাড়া স্বর্ণালংকার লুট ও ভাংচুরসহ প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধূরী জানান, ঘর-বাড়ি ভাংচুরের ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages