কেউ অপপ্রচারে বিভ্রান্ত হবেন না, ছিলাম আছি থাকবো ইনশাল্লাহ : ওমর সজীব - Meghna News 24bd

সর্বশেষ


Tuesday, November 16, 2021

কেউ অপপ্রচারে বিভ্রান্ত হবেন না, ছিলাম আছি থাকবো ইনশাল্লাহ : ওমর সজীব

নিজস্ব প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আশুলিয়ার ধামসোনা ইউপির ৬নং ওয়ার্ড থেকে মেম্বার পদে   নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন অত্র এলাকার বিশিষ্ট ধর্ণাট্য, ঐতিহ্যবাহী মিয়া পরিবারর তথা মরহুম হাসেম মিয়ার মেঝ সন্তান অত্র এলাকার সুপরিচিত মুখ সদালাপী তরুণ রাজনীতিবিদ সমাজসেবক ওমর আলী সজীব মিয়া। দীর্ঘদিন ধরেই প্রচার প্রচারণায় সরব রয়েছেন তিনি। নিয়মিত গণ সংযোগ, পোষ্টার, ব্যানার ফেস্টুনেও তার সরব উপস্থিতি প্রমাণ করছে তিনি জনতার সেবার জন্য প্রস্তুত।

 কিন্তু সম্প্রতি কিছু স্বার্থন্বেষী কুচক্রি মহল তার বিরুদ্ধে অত্র এলাকায় ভোটারদের মনোবল নষ্ট করতে অপপ্রচারে লিপ্ত রয়েছে। তারা প্রচার করছে 'তিনি নাকি নির্বাচন থেকে সরে যাচ্ছেন'। 

এ প্রসঙ্গে কথা হয় আসন্ন ধামসোনা ইউনিয়ের ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ওমর আলী সজীব মিয়ার সাথে, তিনি বলেন আমি নির্বাচন থেকে সরে আসার প্রশ্নই আসে না, তিনি অত্র এলাকার জনগনের উদেশ্যে বলেন, আমি আপনাদের পাশে ছিলাম আছি থাকবো, অপপ্রচারে বিভ্রান্ত হবেন না যথাসময়ে নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করবো , আমার বিশ্বাস, আপনারা আমার পাশে আছেন, আর আমিও আপনাদের মূল্যবান ভোটের প্রত্যাশায়

নির্বাচনের মাঠে শেষ সময় পর্যন্ত রইবো ইনশাল্লাহ।

অতএব গুজবে কান না দিয়ে ধৈর্য আর বিশ্বাস রাখুন।

তিনি এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যেম ফেসবুকে এক স্ট্যাটাস তিনি লিখেন""কেউ আপপ্রচারে বিভ্রান্ত হবেন না, ছিলাম আছি থাকবো ইনশাল্লাহ"

Post Bottom Ad

Responsive Ads Here

Pages