কালিয়াকৈর পৌরসভা নির্বাচন বিএনপির দখলে থাকা পৌরসভাটি উদ্ধারে মরিয়া আ’লীগ মেয়র প্রার্থী - Meghna News 24bd

সর্বশেষ


Monday, November 1, 2021

কালিয়াকৈর পৌরসভা নির্বাচন বিএনপির দখলে থাকা পৌরসভাটি উদ্ধারে মরিয়া আ’লীগ মেয়র প্রার্থী



হুমায়ুন কবির, কালিয়াকৈর (গাজীপুর)ঃ    আগামী ২৮ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে জয়লাভের মাধ্যমে ১৭ বছর বিএনপির দখলে থাকা পৌরসভাটি উদ্ধারে মরিয়া আওয়ামীলীগের মনোনীত প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও  উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রাসেল। এ লক্ষ্যে তিনি শনিবার দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।

মতবিনিময় সভা ও দলীয় নেতাকর্মী সূত্রে জানা গেছে, গত ২০০১ সালে কালিয়াকৈর পৌরসভা গঠিত হলেও এর কার্যক্রম শুরু হয় ২০০৩ সালে। এরপর ২০০৪ সালে পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও কালিয়াকৈর পৌর বিএনপির সাধারন মজিবুর রহমান। সর্বশেষ ২০১১ সালের নির্বাচনেও তিনি বিএনপির মনোনীত প্রার্থী হয়ে আওয়ামীলীগের প্রার্থীকে হারিয়ে জয়লাভ করেন। ওই নির্বাচনের মেয়াদ শেষ হওয়ার পর থেকেই আওয়ামীলীগের নেতারা নির্বাচনের তাগিদ দিয়ে আসছেন। কিন্তু সীমানা জটিলতার কারণে এতদিন নির্বাচন হয়নি। ফলে পৌরসভা গঠনের দীর্ঘ ১৭ বছর ধরে মেয়র পদটি বিএনপির দখলে রয়েছে। দীর্ঘ ১০ বছর পর এ পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা হলে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রাসেলকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করে আওয়ামীলীগ। এরপর থেকে দীর্ঘ ১৭ বছরের রেকর্ড ভেঙ্গে বিএনপির দখলে থাকা মেয়র পদটি উদ্ধার করতে চান রাসেল। ইতিমধ্যে দলীয় নেতাকর্মীদের নিয়ে দিনরাত উঠান-বৈঠকসহ বিভিন্ন প্রচার-প্রচারণা চালাচ্ছেন। এ লক্ষ্যে তিনি শনিবার দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।

মাস্টার প্লানের মাধ্যমে বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মতবিনিময় সভায় নৌকার মেয়র প্রার্থী রেজাউল করিম রাসেল বলেন, আওয়ামীলীগ সরকার এ পৌরসভার সৃষ্টি করলেও গত ১৭ বছর ধরে নাশকতাকারী বিএনপির নেতা কৌশলে এ পৌরসভাটি দখল করে রেখেছে। এ সুযোগে উন্নয়ন বি ত পৌরবাসীর অর্থ লুটে-পুটে খেয়েছেন। তাই আওয়ামীলীগ ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয়ের মাধ্যমে ১৭ বছরের কলঙ্ক মুচবে। এছাড়া আমি মেয়র নির্বাচিত হলে ১ম শ্রেনীর পৌরসভার নাগরিক সেবা নিশ্চিত করবো। এ লক্ষে তিনি সকল সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- আওয়ামীলীগের মনোনীত প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রাসেল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান শরীফ, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদসহ আরো অনেকে। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়া, সাধারন সম্পাদক রেজাউল করিমসহ উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতাকর্মী এবং বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। 

উল্লেখ, আগামী ২৮ নভেম্বর ৩য় ধাপে কালিয়াকৈর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে মোট ভোটার ৯৫ হাজার ৪৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৮ হাজার ৫০১ জন ও মহিলা ভোটার ৪৬ হাজার ৯৩৪ জন। মোট কেন্দ্র সংখ্যা ৪১টি এবং ২৭৬টি বুথে এক যোগে ভোট গ্রহণ হবে। আগামী ২ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ৪ নভেম্বর মনোনয়নপত্র বাচাই, প্রত্যাহারের শেষ দিন ১১ নভেম্বর। আগামী ১২ নভেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages