নিজস্ব প্রতিনিধি ঃ
আগামী ১৫দিনের মধ্যে ডিইপিজেড টু ভাদাইল সড়কের টেন্ডারের পর সংস্কারকাজ শুরু হবে : ধামসোনা ইউপি চেয়ারম্যান। বহুল প্রতিক্ষিত ডিইপিজেড টু ভাদাইল সড়কটি দীর্ঘদিন যাবৎ ভাঙ্গাচোরা আর খানাখন্দকে ভরা। প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তাটতে চলাচল করে। রাস্তাটির বেহাল দশার করণে ডিইপিজেড এর দুটি জোনে কর্মরত শ্রমিক, সাধারণ মানুষ ও যানচলাচল চরমভাবে বিঘ্নিত হচ্ছে। আর তাই এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবীর প্রক্ষিতে অত্র ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম এমন আশ্বাস দেন।
বৃহস্পতিবার দুপুরে ডিইপিজেড নতুন জোনের পকেট গেইট উদ্বোধনের সময় তিনি মেঘনা নিউজ টুয়ান্টিফোর লাইভ কে এ কথা জানান।
বেপজার চেয়ারম্যান ইপিজেড নতুন জোনের পকেট গেইটটি পরিদর্শন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ধামসোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান, ইউপি সদস্য আবু সাদেক হোসেন ভূইয়া, মেম্বার পদপ্রার্থী ওমর আলী সজীব মিয়া আ.লীগ নেতা মোস্তাক খান সহ অন্যানো নেতৃবৃন্দ।
জানাযায়, ডিইউজেড টু ভাদাইল রাস্তাটি দীর্য়দিন শ্রমিকদের যাবৎ ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষ মৌসুমে সড়কের উপর পানি জমে সড়কটি খানাখন্দকে পরিনত হয়েছে ফলে যথা সময়ে সড়কের সংস্কার না করায় বেকায়দায় পড়েছে অত্র এলাকায় বসবাসরত হাজার হাজার মানুষ ইপিজেড এর এই পকেট গেটটি হওয়ায় তারা অনেকটা স্বস্তি প্রকাশ করেন।
পরে ভাদাইলবাসীর পক্ষ থেকে চেয়ারম্যান সাইফুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।