গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৮নং আটাবহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনমতে অনেকটাই এগিয়ে আছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান এমএ আলীম। সরেজমিনে নির্বাচনী বিভিন্ন এলাকা ঘুরে ও সাধারন ভোটারদের সাথে কথা বলে এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে।
নির্বাচনী এলাকা ঘুরে ও স্থানীয়দের সূত্রে জানা যায়, আগামী ২৮ নভেম্বর কালিয়াকৈর পৌরসভা ও ফুলবাড়িয়া, চাপাইর, বোয়ালী, মধ্যপাড়া, আটাবহ, ঢালজোড়া ও সূত্রাপুর এ ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সূত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ৫ জন। প্রার্থীরা হচ্ছেন, আওয়ামীলীগের মনোনিত প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কে.এম ইব্রাহীম খালেদ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক চেয়ারম্যান এমএ আলীম, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল গণি, আলহাজ্ব মজিবুর রহমান ইয়াছিন, সাখাওয়াত হোসেন শাকিল মোল্লা। এর মধ্যে গত ইউপি নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হলেও থেমে থাকেননি মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এমএ আলীম। গত ইউপি নির্বাচনে পরাজিত হওয়ার পরের দিন থেকে তিনি ইউনিয়নের গ্রামে গ্রামে উন্নয়ন, মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে নিয়মিত অুনদানসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে ভুমিকা রেখেছেন। শুধু তাই নয়, গ্রামে গ্রামে নবীন-প্রবীণদের নিয়ে আলোচনা সভাসহ ঘুরেছেন মানুষের ধারে ধারে। নিঃস্বার্থভাবে তাদের বিপদে-আপদে ও বিভিন্ন সমস্যায় দিন-রাত পাশে দাঁড়িয়েছেন ওই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এমএ আলীম। এসব কারণে নৌকার মনোনয়ন না পেলেও সাধারণ লোকজনের ভালবাসায় তিনি জনমতে এগিয়ে রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। বিভিন্ন বাজারের চায়ের দোকানসহ সর্বত্র ভোটারদের মাঝে তার গুঞ্জন শোনা যাচ্ছে। এদিকে জনমতে এগিয়ে থাকার বিষয়টি মেনে নিতে না পেরে ঈষান্বিত হয়ে প্রতিপক্ষ প্রার্থীরা বিভিন্ন সময় তার প্রচার-প্রাচারণায় বাধা ও হামলা-মারধরসহ নানা ধরণের হুমকি দিচ্ছেন। এসব ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সব বাধা পেরিয়ে ভোটের মাধ্যমে পুণরায় তাকে নির্বাচিত করবেন বলেও জানিয়েছেন স্থানীয়রা।
মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান এম.এ আলীম বলেন, মানুষের ভালবাসার টানেই এবারের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমার জনমতে ইষান্বীত হয়ে প্রতিপক্ষ প্রার্থীরা আমার প্রচার-প্রচারণা বাধা ও হামলা-মারধর করছেন। স্থানীয় ভোটাররা আতঙ্কে আছেন। তবে অবাধ সুষ্ঠ নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, জনগণ ভোট দিতে পারলে আমি নির্বাচিত হবো। আর আমি নির্বাচিত হলে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রেখে মাদক, সন্ত্রাস মুক্ত, একটি উন্নত মডেল ইউনিয়ন পরিষদ গড়ে তোলবো।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা এএম শামসুজ্জামান জানান, বিভিন্ন প্রার্থীদের যেসব অভিযোগ আসছে, সেগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অবাধ ও সুষ্ঠ সুন্দর নির্বাচনের জন্য সকল প্রস্তুতি চলছে।