নটর ডেম কলেজ ছাত্র নাঈমের মৃত্যুতে সহপাঠীদের বিক্ষোভ - Meghna News 24bd

সর্বশেষ


Thursday, November 25, 2021

নটর ডেম কলেজ ছাত্র নাঈমের মৃত্যুতে সহপাঠীদের বিক্ষোভ



অনলাইন ডেস্ক : সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজ শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় তার সহপাঠীরা বিক্ষোভ করছেন। মতিঝিলে সড়কে অবস্থান নিয়ে নটর ডেম কলেজের কয়েকশ শিক্ষার্থী বিক্ষোভ করছেন। 

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় তারা নটর ডেম কলেজের সামনে থেকে মিছিল নিয়ে মতিঝিলের শাপলা চত্বরে গিয়ে অবস্থান নেন।  শিক্ষার্থীরা সড়কে বিক্ষোভ করায় দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।  সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষার্থীরা মূলত ছয়টি দাবি নিয়ে সড়কে নেমেছেন। এগুলো হলো— নাঈমের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার পাশাপাশি দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করা, নাঈমের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, ২০১৮ সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনের পর পাস হওয়া আইন বাস্তবায়নে উদ্যোগ নেওয়া, গুলিস্তানের মতো ব্যস্ততম সড়কে পথচারী-সেতু স্থাপন করা, সব ধরনের ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন এবং সবার জন্য সড়ক নিরাপদ করা।

শিক্ষার্থীরা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে থাকেন। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল— রাজপথে রক্ত আর কত দেখব।

প্রসঙ্গত বুধবার নটর ডেম কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাঈম গুলিস্তানে সড়ক পার হওয়ার সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তার মৃত্যু হয়। এ ঘটনায় চালকের সহকারীকে গতকাল বুধবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। মামলা হয়েছে থানায়।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages