আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২৬ সে নভেম্বর) রাতে ইয়ারপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের গুমাইল এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ এবং ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আমিন সরকারের প্রধান অতিথি হিসেবে উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে । এ সময় উপস্থিত এলাকাবাসী বকুল হোসেন সরকারকে তৃতীয় বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেম্বার হিসাবে নির্বাচিত করতে দৃঢ় প্রত্যায় ব্যাক্ত করেন ।
এ সময় উপস্থিত এলাকাবাসীর উদেশ্যে ইউপি সদস্য বকুল হোসেন সরকার বলেন, আপনারা-ই আমার শক্তির উৎস, আপনারই আমার পরম আত্মীয়,আপনাদের বাহিরে আমি নই,আমি যদি যোগ্য হয়ে থাকি তাহলে আমাকে তৃতীয় বারের মত আপনাদের সেবা করার সুযোগ দিন।দীর্ঘ পাঁচটি বছর চলার পথে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর একটিবার আমাকে সুযোগ দিয়ে আপনাদের পাশে থাকতে আপনার মুল্যবান ভোটটি আমাকে প্রদান করে আপনাদের সুখে দুঃখের সাথী হয়ে থাকার সুযোগ দিন। আমি পাশে ছিলাম আছি মৃত্যু পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ।