কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত-১,আহত-৩ - Meghna News 24bd

সর্বশেষ


Wednesday, November 3, 2021

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত-১,আহত-৩



হুমায়ুন কবির, গাজীপুর প্রতিনিধি   ঃ গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দূর্ঘটনার শিকার হয়ে নিহত হয়েছেন রাসেল নামে এক যুবক। ওই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। এ ঘটনাটি ঘটেছে উপজেলার মকরাবহ এলাকায় গতকাল বুধবার দুপুরে। 

নিহতের পরিবার, এলাকাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রাসেল বুধবার সকালে গাজীপুরের নাওজোড় এলাকার নিজ বাসা থেকে মোটরসাইকেল নিয়ে কালিয়াকৈরে তার  বন্ধুর বাসায় বেড়াতে যাচ্ছিল। যাওয়ার পথে কালিয়াকৈর-ধামরাই সড়কের উপজেলার মরহাবহ এলাকায় পৌছালে মাল ভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অপর আরেকটি মোটরসাইকেল, সিএনজি ও ট্রাকের মধ্যেও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাসেল নিহত হন। আহত হয়েছেন আরো তিনজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। 

কালিয়াকৈর থানার উপ-পরির্দশক (এসআই) মোয়াজ্জেম হোসেন জানান, মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages