বাস চাপায় শিক্ষার্থী নিহত, ১০টি বাসে অগ্নিসংযোগ - Meghna News 24bd

সর্বশেষ


Tuesday, November 30, 2021

বাস চাপায় শিক্ষার্থী নিহত, ১০টি বাসে অগ্নিসংযোগ



নিজস্ব প্রতিনিধি ঃ রাজধানীতে বাসচাপায় নিহত হলেন আরও একজন শিক্ষার্থী। সোমবার রাত সাড়ে ১০টার দিকে রামপুরায় রাস্তা পার হওয়ার সময় দুটি বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে নিহত হন মাইনুদ্দিন ইসলাম দুর্জয় নামের এই শিক্ষার্থী। তিনি এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন।



নিহত শিক্ষার্থী মাইনুদ্দিনের বন্ধু মাহিন ইসলাম আমার দেশের সংবাদ কে জানান, মাইনুদ্দিন একরামুন্নেছা স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। সোমবার রাতে পূর্ব রামপুরার তিতাস রোডের বাসায় যাওয়ার পথে দুই বাসের প্রতিযোগিতায় চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাইনুদ্দিনের বাবা রামপুরায় একটি চায়ের দোকান চালান। দুই ভাই ও এক বোনের মধ্যে মাইনুদ্দিন সবার ছোট। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

এদিকে মাইনুদ্দিন নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ১০টি বাসে আগুন ধরিয়ে দেন। রাত একটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকাবাসী সড়ক অবরোধ করে দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ করছিলেন। এ ঘটনায় একটি বাসের চালককে আটক করা হয়েছে।


Post Bottom Ad

Responsive Ads Here

Pages