পৌরসভা ও ইউপি নির্বাচন কালিয়াকৈরে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন - Meghna News 24bd

সর্বশেষ


Monday, November 22, 2021

পৌরসভা ও ইউপি নির্বাচন কালিয়াকৈরে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন



হুমায়ুন কবির, গাজীপুর প্রতিনিধি :      গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা ও উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিজিবি টহল দিতে দেখা গেছে।

উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ২৮ নভেম্বর কালিয়াকৈর পৌরসভা ও উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে সব ধরণের সহিংসতা এড়াতে গত রবিবার থেকে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার দিনব্যাপী পৌরসভা ও উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তারসহ অন্যান্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে ৩ প্লাটুন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তবে নির্বাচনী বিভিন্ন এলাকায় বিজিবি টহল অব্যাহত থাকবে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages