অবশেষে সেই চাঁদাবাজরা গ্রেফতার - Meghna News 24bd

সর্বশেষ


Saturday, November 6, 2021

অবশেষে সেই চাঁদাবাজরা গ্রেফতার

 


নিজস্ব প্রতিনিধিঃ বেশ কিছুদিন যাবৎ অনলাইন নিউজ পোর্টাল ও দৈনিক পত্রিকায় তাদের বিরুদ্ধে অবিরত নিউজ হচ্ছিল এবং সোস্যাল মিডিয়ায় তাদের নিয়ে ফুটপাতে চাঁদাবাজির বিষয়ে মেঘনা নিউজ টুয়েন্টিফোরের একটি ভিডিও প্রতিবেদন ইতিমধ্যে ভাইরাল হয় যা কতৃপক্ষের নজরে আসে। 

অবশেষে আশুলিয়া থানার নামে ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মিনহাজুল ইসলাম নামে ভুক্তভোগী এক ফুটপাতের ব্যবসায়ী তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেছে।

শনিবার (০৬ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় আশুলিয়ার ইপিজেড  এলাকায় পুলিশের  অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে সকালে তাদের বিরুদ্ধে আশুলিয়ায় থানায় মামলা দায়ের করা হয়। 

গ্রেফতারকৃতরা হল, মানিকগঞ্জ জেলার শিবালয় থানার বড় আনুলিয়া গ্রামের মৃত শেখ হাকিম উদ্দিনের ছেলে মোঃ তমিজ উদ্দিন।

বর্তমানে আশুলিয়ার পলাশবাড়ি নামাবাজার এলাকায় বসবাস করেন। অপরজন, টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার ধলাপাড়া গ্রামের নেয়ামুদ্দিনের ছেলে মোঃ দুলাল। বর্তমানে আশুলিয়ার গাজীরচট এলাকায় বসবাস করেন।

অভিযুক্ত মুকুল ও মোফাজ্জল নামে আরও দুইজন পলাতক রয়েছে।

এ ব্যপারে ভুক্তভোগী মিনহাজুল ইসলাম জানান, আমি বাইপাইল মসজিদ এলাকায় ফুটপাতে ব্যবসা করি। বিভিন্ন সময় অভিযুক্তরা আমিসহ অন্যান্য দোকানদারের কাছ থেকে ৭০ টাকা করে চাঁদা আদায় করে। অভিযুক্তরা বাইপাইল, পল্লীবিদ্যুৎ, নবীনগর বলিভদ্র এলাকার বিভিন্ন ফুটপাতে চাঁদা তুলে আসছিলো। দিনে প্রায় ১৫ হাজার টাকা চাঁদা তোলে তারা।

সবশেষ গত ৪ নভেম্বর চাঁদার টাকা দিতে অস্বীকার করলে আমাদের ব্যবসা করতে দিবে না বলে জানায় এবং বিভিন্ন প্রকার ভয়-ভীতিসহ হুমকি দেয়। পরে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করি।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages