আশুলিয়ায় একই পরিবারের ৩জনের লাশ উদ্ধার - Meghna News 24bd

সর্বশেষ


Sunday, November 7, 2021

আশুলিয়ায় একই পরিবারের ৩জনের লাশ উদ্ধার

 

নিহতদের  অবস্থান (আমরা লাশের ছবি প্রর্দশন করি না)

মাসুদ রানা :  আশুলিয়ার ইয়ারপুরের রুপায়ন ১নং গেটের সমানে একই পরিবারের তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবা রাত ৮টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ গুলো উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন আশুলিয়া থানার তদন্ত ওসি জিয়াউল হক।

নিহতরা হল কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার  চরগোরক মন্ডল গ্রামের মৃত  আবেদ আলীর ছেলে সবুর আলী, (৩০) তার স্ত্রী মেডলার গার্মেন্টেস এর ফিনিশিং অপারেটর রোাজিনা (২৫) ও তাদের একমাত্র কন্যা সুমাইয়া(৮)। 

মৃত সবুর রুপায়ন ১নং গেটের সমানে ফজর আলীর বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে স্ত্রী সন্তানসহ বসবাস করতেন । তার মেয়ে সুমাইয়া নিকটস্থ একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। 

প্রত্যাক্ষদর্শী সূত্রে জানাযায়, গত বুধবার ৬০হাজার টাকা ধারদেনা করে একটি অটোরিকশা ক্রয় করে মৃত সবুর আলী কিন্তু র্দুভাগ্য বসত সেদিন-ই তার রিকসাটি জামগড়া থেকে চুরি হয়ে যায়। বিষয়টি নিয়ে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে এরই সূত্রধরে প্রথমে স্ত্রী পরে কন্যা কে হত্যা করে নিজে গলায় ফাসঁ দিয়ে আত্মাহত্যা করে সে।

 দুদিন ধরে ঘরের দরজা না খোলা এবং নিকট আত্মীয়দের দেয়া ফোন রিসিভ না করায় তাদের নিকট আত্মীয়রা এবং বাসার অন্যানো ভাড়াটিয়ারা মিলিত হয়ে তাদের দরজায় বহুবার ধাকাধাক্কি করে কোন সাড়া শব্দ না পাওয়ায় তারা আশুলিয়া থানায় খবর দেয়।

পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ঘরের দরজা ভেঙ্গে লাশ গুলো উদ্ধার করে।

এ ব্যপারে আশুলিয়া থানা এস আই জানান, ময়নাতদন্তের জন্য লাশ গুলোকে ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের পর হত্যাকান্ডের বিষয়ে বিস্তারিত জানাযাবে। 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages