কালিয়াকৈরে জমি নিয়ে বিরোধে সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ অস্ট্রেলিয়া প্রবাসী বিরুদ্ধে - Meghna News 24bd

সর্বশেষ


Wednesday, December 1, 2021

কালিয়াকৈরে জমি নিয়ে বিরোধে সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ অস্ট্রেলিয়া প্রবাসী বিরুদ্ধে

 


গাজীপুর প্রতিনিধি  :    গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শিমুলতলী এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে এক সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে অস্ট্রেলিয়া প্রবাসীর বিরুদ্ধে। এ ঘটনায় আহতের বড় বোন রৌশনারা আক্তার বাদী হয়ে গত সোমবার রাতে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আহত হলেন, কালিয়াকৈর উপজেলার শিমুলতলী এলাকার সিঙ্গাপুর প্রবাসি মাসুদ মিয়ার স্ত্রী হোসনেআরা (৩৮)।

এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, হোসনেআরা ও তার বড় বোন রৌশনারা আক্তার কালিয়াকৈর উপজেলার শিমুলতলী এলাকায় পৈত্তিক সূত্রে সাড়ে ৩ সতাংশ জমির মালিক হয়ে দীর্ঘদিন ভোগ-দখল করে আসছিলেন। কিন্তু গত ৪/৫ বছর ধরে তাদের সঙ্গে একই এলাকার অস্ট্রেলিয়া প্রবাসী আবুল কাশেমের জমি নিয়ে বিরোধ শুরু হয়। এর জেরে গত রোববার সকালে হোসনে আরা বাড়িতে একা থাকার সুযোগে অর্তকিত হামলা চালায় আবুল কাশেম ও কবীর হোসেনসহ তিনজন লোক। এ সময় তারা ওই প্রবাসির স্ত্রীকে বাড়ি থেকে টেনে-হেচড়ে এলোপাথারি মারধর ও শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। তার ঘর থেকে প্রায় ১ লক্ষ টাকা মুল্যের স্বর্ণের চেইন লুট করে এবং নানা হুমকি দিয়ে চলে যায় হামলাকারীরা। তার ডাক-চিৎকারের আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় আহতের বড় বোন রৌশনারা আক্তার বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

আহতের বড় বোন রৌশনারা আক্তার জানান, সরকারি চাকুরির সুবাদে গত ২৮ নাভেম্বর নির্বাচনী ডিউটিতে যাই। বাড়িতে একা থাকার সুযোগে আমার ছোট বোন হোসনে আরার ওপর হামলা চালায় কাশেমসহ ২/৩ জন লোক। তারা তাকে টেনে-হেচড়ে শ্লীলতাহানী, এলোপাথারী মারধর ও শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। এসময় লুট করে নেয় স্বর্ণালংকার। এছাড়া সুযোগ পেলে অপহরণ করে তাকে ধর্ষণের হুমকিও দেয় কাশেম।

অভিযুক্ত আবুল কাশেম জানান, তাদের বাড়ির সাথে আমার জমি আছে। বিদেশ থেকে এসে আমার ওই জমি দেখতে যাই। তখন ওরাই আমারে মারধর করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছি। 

কালিয়াকৈর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিছুর রহমান জানান, এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। এ বিষয়ে আর কিছু বলতে রাজি হননি তিনি।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages