কালিয়াকৈরে বিজয় দিবসে আন্দন র‌্যালী ও আলোচনা সভা - Meghna News 24bd

সর্বশেষ


Saturday, December 18, 2021

কালিয়াকৈরে বিজয় দিবসে আন্দন র‌্যালী ও আলোচনা সভা



হুমায়ুন কবির, গাজীপুর প্রতিনিধি,                

বিজয় দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেলের উদ্যোগে বৃহস্পতিবার(১৬ডিসেম্বর) বিকেলে কালিয়াকৈর বাস-টার্মিনাল চত্বরে স্বাধীনতার সূর্বণজয়ন্তী এবং মুজিববর্ষের শপথ ও বিজয় দিবসের আনন্দ র‌্যালী অনুষ্টিত হয়েছে। র‌্যালীটি কালিয়াকৈর কেন্দ্রিয় বাস টার্মিনাল চত্বর থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও কালিয়াকৈর বাজার রোড প্রদক্ষিণ শেষে টার্মিনালে এক আলোচনা সভা করা হয়। আলোচনা সভার শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সারাদেশে নেতাকমীদের শপথ বাক্য পাঠ করে শোনান। তারি ধারাবাহিকতায় কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা জাতিয় পতাকা হাতে নিয়ে শপথ বাক্য পাঠে অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মান্নান শরীফ, পৌর আওয়ামীলীগের সাবেক আহবায়ক আব্দুল ওয়াহাব মিয়া, জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আব্দুল রশিদ, কালিয়াকৈর উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়া, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক রেজাউল করিমসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে হাজার হাজার নেতাকমীরা উৎসাহ উদ্দীপনায় বর্নাঢ্য ও জমকালো আতশবাজির মাধ্যমে মহান বিজয় দিবসের ৫০বছর পূর্তি উৎসব পালন করেন।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages