নিজস্ব প্রতিনিধি (সিদ্দিকুর রহমান) ঃ আশুলিয়ায় জাতীয় দৈনিক সময়ের কাগজের ১৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আশুলিয়ায় জাতীয় দৈনিক সময়ের কাগজের ১৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ ডিসেম্বর) সন্ধায় ডিইপিজেডে পশ্চিম পাশে অবস্থিত আশুলিয়া রিপোর্টার্স ক্লাবে দৈনিক সময়ের কাগজের সাভার প্রতিনিধি মাসুদ রানার সার্বি ক ব্যবস্থাপনায় ও আশুলিয়া প্রতিনিধি ইব্রাহিম খলিল উল্লার সঞ্চালনায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহ আলম।
- সময় আরো উপস্থিত ছিলেন, আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আল শাহরিয়ার বাবুল খান। দৈনিক সংবাদ মোহনার সফিকুল ইসলাম, আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের প্রচার সম্পাদক নুরে আলম সিদ্দিকী মানু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুল আলম মানিক, কার্যনির্বাহী সদস্য আশা চৌধুরি, সাপ্তাহিক পল্লী সাভারের আসাদুজ্জামান লিটন , আমার দেশের সংবাদের সিদ্দিকুর রহমান, দৈনিক গণমুক্তির সায়েম সরকার, বাংলাদেশ সমাচারের আলিফ, এইচটিভি বাংলার জামাল হোসেন, দৈনিক সংগ্রামের মোতালেব হোসেন, মেঘনা নিউজ টুয়েন্টি ফোরের ভিডিও এডিটর আরাফাত আব্দুল্লাহ মুন্না, মোস্তাক হোসেন সহ প্রায় অর্ধশতাধিক সংবাদকর্মী উপস্থিত হয়ে পত্রিকার উত্তোর উত্তোর সমৃদ্ধি কামনা করে অলোচনা করেন।
এ সময় প্রধান অতিথি পত্রিকাটির ব্যপারে সবার সুচিন্তিত মতামতের ভিত্তিতে অগ্রসর হবার জন্য দৃঢ় প্রত্যায়ব্যাক্ত করেন।
পরে সবাই দৈনিক সময়ের কাগজের মঙ্গল কামনা করে মোনাজাত করেন।
পরিশেষে কেক কেটে সবার মাঝে মিষ্টান্ন বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।