আশুলিয়া প্রতিনিধি :
আশুলিয়া ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ আহম্মেদ ভূইয়া কে নৌকা মার্কায় পূনরায় চেয়ারম্যান পদে বিজয়ের লক্ষে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩১ ডিসেম্বর সন্ধ্যায় ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের আয়োজনে অত্র ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আমিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
এমসয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ আহম্মেদ ভূইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল কাদির দেওয়ান,আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার, আশুলিয়া থানা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন আহম্মেদ ভূইয়া সহ আওয়ামিলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও অত্র ইউনিয়নের ভোটার সহ অন্যানো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সকলেই চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ আহম্মেদ ভূইয়ার নৌকা প্রতীকে ভোট ও দোয়া প্রত্যাশা করেন।
এসময় প্রধান অতিথি চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ আহম্মেদ ভূইয়া বলেন, আমি বিগত ৫ টি বছর ইয়ারপুর ইউনিয়ন পরিচালনা করেছি, আমার চলার পথে যদি কারো মনে কষ্ট পেয়ে থাকেন ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে আমাকে আবারও আপনাদের মূল্যবান ভোট দিয়ে, আশুলিয়া ইয়ারপুর ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ করে দিবেন।