আশুলিয়ায় নির্বাচন কে কেন্দ্র করে অপপ্রচারের শিকার সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর - Meghna News 24bd

সর্বশেষ


Tuesday, December 28, 2021

আশুলিয়ায় নির্বাচন কে কেন্দ্র করে অপপ্রচারের শিকার সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর

 

নিজস্ব প্রতিনিধি : আসন্ন আশুলিয়া ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রতিপক্ষের ষড়যন্ত্রে মিথ্যা প্রচারণার শিকার হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা খোরশেদ মাদবর আলমগীর। মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন ভুক্তভোগী এই সাবেক ছাত্রনেতা।
এ সময় খোরশেদ মাদবর আলমগীর বলেন, দীর্ঘদিন যাবৎ আশুলিয়া ইউনিয়নে সুনামের সাথে তিনি বসবাস করে আসছেন। আসন্ন ইউপি নির্বাচনে আশুলিয়া ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহাবুদ্দিন মাদবরের পক্ষে ইউপি নির্বাচনে প্রচারণার দায়িত্ব পালন করে আসছেন তিনি। তবে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে মিথ্যা প্রচারণা চালিয়ে আসছে একটি চক্র।
এদিকে সাবেক ছাত্রলীগ নেতা খোরশেদ মাদবর আলমগীরকে নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। অবিলম্বে ভুয়া ফেসবুক আইডি ব্যবহারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
উল্লেখ্য, গতকাল সোমবার "আমি আছি" নামক একটি ফেসবুক আইডি ভোটারদের কাছে টাকা বিতরনের সময় তিনি গণধোলাই খেয়েছেন- এমন মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা চালানো হয়। যা সম্পূর্ণ অসত্য। বাস্তবে এমন ভিত্তিহীন প্রচারণার কোনো সত্যতা পাওয়া যায়নি।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages