আবারো মনোনয়নপত্র জমা দিলেন বগুড়ার নশরতপুর ইউপি মেম্বার মোখলেছুর রহমান - Meghna News 24bd

সর্বশেষ


Tuesday, December 7, 2021

আবারো মনোনয়নপত্র জমা দিলেন বগুড়ার নশরতপুর ইউপি মেম্বার মোখলেছুর রহমান



বগুড়া জেলা প্রতিনিধিঃ ইউনিয়ন পরিষদের নির্বাচনে মেম্বার হিসেবে আবারও জয়ের লক্ষ্যে মনোনয়ন পত্র জমা দিলেন মোখলেছার রহমান।

মনোনয়ন জমা দেওয়ার সময় ৩নং ওয়ার্ডের বিপুল পরিমাণ শুভাকাঙ্ক্ষী ও মুরব্বিদের  নিয়ে আদমদীঘি উপজেলায় নির্বাচন অফিসে তার মনোনয়ন ফরম জমা দিলেন। এ সময় তার সংগে উপস্থিত  ছিলেন প্রস্তাবক আলহাজ্ব ছিদ্দকুর রহমান ও সমর্থক সাবেক মেম্বার মোঃ আল-আমীন।



মনোনয়ন ফরম জমা দিয়ে মোখলছার রহমান তার ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য দেন আর একবার  ভোটারদের ভোটে জয়ী হয়ে তার অসম্পূর্ণ কাজ সমাপ্ত করতে চান।

তিনি আরও বলেন, বিগত বছরগুলোতে আমি যে ভাবে পাশে থেকেছি ও সেবা করেছি ঠিক এই ভাবেই আমি মানুষের দোয়া নিয়ে মানুষের পাশে থাকতে চাই।

পাঁচ বছরে কেউ আমার দূর্নীতির অভিযোগ অনতে পারেনি ইনশাআল্লাহ ভবিষ্যতে ও পারবেনা আশা করি।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages