সাভার প্রতিনিধি : সাভারের আমিনবাজার ইউনিয়ন পরিষদে (ইউপি)বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতিকে চেয়ারম্যান পদপ্রার্থী রকিব আহমেদ এর নির্বাচনী ক্যাম্পে দুষ্কৃতকারীদের হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত নির্বাচনী ক্যাম্পে সাড়ে ১১টার দিকে ওই ইউনিয়নের বেগুনবাড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি ককটেল উদ্ধার করা হয় ।
প্রত্যাক্ষদর্শীদের বরাতে জানাযায় , রাত সাড়ে ১১টার দিকে অজ্ঞাত পরিচয়ধারী বেশকজন ব্যাক্তি নির্বাচনী ক্যাম্পে প্রবেশ করে চেয়ারম্যান পদপ্রার্থী রকিব আহমেদ এর নির্বাচনী পোষ্টার ছিড়ে আগুন ধরিয়ে দেয় পরে আতংক বিরাজের লক্ষে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় । এ সময় উপস্থিত লোকজন একজন হামলাকারীদের একজনের পরিচয় নিশ্চিত করেন ।
এ ব্যাপারে চেয়ারম্যান পদপ্রার্থী রকিব আহমেদ জানান, এটা আমার প্রতিপক্ষের কাজ ,নির্বাচনের সুন্দর পরিবেশটাকে বিনষ্ট করতে তারা এমন কর্মকান্ড ঘটিয়েছে বলে তিনি জানান ।
আমিনবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ ও সাভার থানার ওসি ঘটনাস্থল পরির্শন করেন এবং তিনি এবং যথাযথ পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন ।
এ সময় উপস্থিত নেতা কর্মীরা ঘটনাস্থলে প্রতিবাদ সমাবেশ করে তারা এ ঘটনায় দায়ীদের দ্রত সময়ে গ্রেফতার দাবী জোর দাবী জানান ।