কালিয়াকৈরে পিঠা উৎসব - Meghna News 24bd

সর্বশেষ


Friday, January 14, 2022

কালিয়াকৈরে পিঠা উৎসব



হুমায়ুন কবির, কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় বৃহস্পতিবার সকাল থেকে সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। পিঠা উৎসবের উদ্বোধন করেন সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাবিবুর রহমান। পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবীর।
এসময় আরও উপস্থিত ছিলেন, কালিয়াকৈর পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আহাদ আলী, ওই স্কুলের মাধ্যমিক শাখার প্রধান শিক্ষক আব্দুল বারেক, স্কুলের প্রশাসনিক কর্মকর্তা সালাউদ্দিন সৈকত, শিক্ষক ফয়জুর রহমানসহ অনেকেই। পিঠা উৎসবে সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ টি স্টল রয়েছে। এখানে ভাফা পিঠা, পুলি পিঠা, চিতই পিঠা, ফুল পিঠা, ডিম পিঠা সহ একশত প্রকারের পিঠা রয়েছে। এখানে বিভিন্ন ছাত্র-ছাত্রী ও বিভিন্ন লোকজন পিঠা- ক্রয় করার জন্য মেলায় ভিড় জমাচ্ছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages