নিজস্ব প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হল থেকে অস্ত্রসহ এক ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। মঙ্গলবার সূর্য সেন হলের ১০২ নম্বর রুমে তল্লাশি চালিয়ে হল প্রশাসন তাকে আটক করে।
সূর্য সেনের হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. মকবুল হোসেন ভূঁইয়া যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা আল আমিন নামে নামে একজনকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করেছি। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার রুমে তল্লাশি করে একটি পিস্তল আল আমিনের ভাষ্যমতে খেলনা পিস্তল, একটি হকিস্টিক এবং এসএস পাইপ পাওয়া গেছে।
হল সূত্রে জানা যায়, মো. আল-আমিন খান ২০১৪-১৫ সেশনে ফিন্যান্স ১ম বর্ষে বিভাগে ভর্তি হয়। ২০১৫-১৬ সেশনে ১ম বর্ষে পুনঃভর্তি হয়। পরবর্তীতে ২০১৬-১৭ সেশনে পুনঃভর্তির আবেদন করলেও আর ভর্তি হননি। ছাত্রত্ব না থাকলেও সূর্য সেন হলের ১০২ নম্বর রুমে অবৈধভাবে থাকতেন।
সে ভিন্ন সময়ে হলে দোকানদারদের পিস্তল দেখিয়ে চাঁদা আদায় করত। এছাড়াও তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের অনুসারী ছিলেন এবং নিজে হল ছাত্রলীগের পদপ্রত্যাশী বলে পরিচয় দিতেন।