ছবির ইনসেটে চুরি হওয়া বাইকের মালিক সাংবাদিক জাহাঙ্গীর আলম |
নিজস্ব প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় গভীর রাতে ভাড়া বাসা থেকে সাংবাদিকের ব্যবহৃত মটর সাইকেল চুরির হয়ে গেছে।
আশুলিয়ায় চুরি ছিনতাই ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে! তারই ধারাবাহিতায় বুধবার দিবাগত রাতে আশুলিয়ার বাইপাইল শান্তিনগর নামক এলাকার বাচ্চু মিয়ার পাঁচতলা ভবনের নিচতলা থেকে এই চুরির ঘটনা ঘটেছে। জানা যায়, আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নয়া শতাব্দী পত্রিকার আশুলিয়া (সাভার) প্রতিনিধি জাহাঙ্গীর আলম প্রধান প্রতিদিনের ন্যায় কাজ শেষে রাত সাড়ে ১০টার দিকে বাসায় ফিরে যথাস্থানে মোটরসাইকেল রেখে ঘুমতে যায়। পড়ে রাত দু'টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘুম থেকে উঠে গেটের সামনে গেলে দেখেন তার মটর সাইকেল নেই। এসময় মূল ফটকে তালা লাগানো থাকলেও পকেট গেটের তালা খোলা ছিল। পড়ে অনেক খোঁজাখুজি করেও মোটরসাইকেলটি না পেয়ে বৃহস্পতিবার (২০জানুয়ারি) সকালে থানায় অভিযোগ দায়ের করেন।
এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শশ (এসআই) জোহাব আলী বলেন, সাংবাদিকের মোটরসাইকেল চুরির ঘটনা শুনেছি। বিশেষ কাজে আমি একটু দূরে আছি। এখান থেকে এসেই ঘটনাস্থলে যাবো।