পল্টনে বিএমএসএফ এর অবৈধ সভাকে কেন্দ্র করে টানটান উত্তেজনা, সংঘাত সংঘর্ষের আশঙ্কা - Meghna News 24bd

সর্বশেষ


Tuesday, January 25, 2022

পল্টনে বিএমএসএফ এর অবৈধ সভাকে কেন্দ্র করে টানটান উত্তেজনা, সংঘাত সংঘর্ষের আশঙ্কা



সাইদুর রহমান রিমন ঃ অনিয়ম দুর্নীতি, নিজ সংগঠনের নেতা নেত্রীদের ব্ল্যাকইেলিংসহ বহুবিধ অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) সাধারন সম্পাদক আহমেদ আবু জাফরের কথিত মিটিং ডাকাকে কেন্দ্র করে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ বৈঠককে ইতিমধ্যেই সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম পাইলট অবৈধ ঘোষণা করেছেন এবং সংগঠনটির সর্বোচ্চ পরিচালনা পর্ষদ সেখানে অংশগ্রহণ না করার জন্য বিএমএসএফ এর সকল স্তরের নেতা কর্মিদের আহবান জানিয়েছেন। ফলে পুরানা পল্টনস্থ ইব্রাহীম ম্যানশনের দশ ফুট বাই আট ফুট অফিসের ভেতরে ষড়যন্ত্রমূলক যে কোনো সভা বা কুটকৌশল প্রতিহত করাকে কেন্দ্র করে সংঘাত সংঘর্ষের সূত্রপাত ঘটার আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ৯১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির মাত্র ৬ সদস্যকে সঙ্গে নিয়ে বহুল বিতর্কিত আহমেদ আবু জাফর ভূয়া সাংবাদিকদের সমাবেশ ঘটানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলেও অভিযোগ উঠেছে। এরইমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের ইউনিটকে বিষয়টি অবহিত করা হয়েছে। এদিকে আহমেদ আবু জাফরকে ব্ল্যাকমেইলসহ নানাবিধ অপকর্মের অভিযোগে এরইমধ্যে সর্বোচ্চ পরিচালনা পর্ষদ বৈঠকে তাকে সর্বসম্মতিক্রমে বহিস্কারের সুপারিশ করা হয়। তার প্রেক্ষিতে কারণ দর্শানো সংক্রান্ত একটি নোটিশ দেয়া হলেও দুপুর ১২ টা পর্যন্ত সময়সীমায় তিনি কোনো জবাব দিতে পারেননি। বরং তিনি আজই বিকেল ৩ টায় ভূয়া সাংবাদিক ও চাঁদাবাজ সন্ত্রাসীদের সমন্বয়ে পাল্টা সমাবেশ ঘটিয়ে নিজের অস্তিত্ব রক্ষার অপচেষ্টা চালাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।

সংগঠনের নিয়মতান্ত্রিক পন্থা অনুযায়ী সভাপতির অনুমতি ছাড়াই সাধারন সম্পাদক কোন ক্ষমতাবলে নির্বাহী কমিটির সভা আহবান করেছেন সে প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি আহমেদ আবু জাফর। তিনি শুধু বলেন, বিএমএসএফ এর জন্মলগ্ন থেকেই আমি একাই সংগঠনটি পরিচালনা করে আসছি, এখানে অন্য কারো মাতব্বরী চলবে না।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages