সাভার উপজেলার নব নির্বাচিত ১১ ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ গ্রহণ - Meghna News 24bd

সর্বশেষ


Friday, January 28, 2022

সাভার উপজেলার নব নির্বাচিত ১১ ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ গ্রহণ


নিজস্ব প্রতিনিধি ঃ সাভার উপজেলার নব নির্বাচিত ১১ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান ঢাকা জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম।
এ সময় শপথ গ্রহন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ছিলেন আবু জাফর রিপন, উপ-পরিচালক, স্থানীয় সরকার। মনীষা রানী কর্মকার, সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্থানীয় সরকার এবং সাভার উপজেলা নির্বাহী অফিসার মো: মাজহারুল ইসলাম।
শপথ নেওয়া নব নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, তেঁতুলঝোড়া ইউনিয়নে উপজেলা আওয়ামী যুগ্ম-সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর, ভাকুর্তা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, সাভার সদর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজি সোহেল রানা, আমিনবাজার ইউনিয়নে আওয়ামী লীগ নেতা মো. রকিব আহম্মেদ, কাউন্দিয়া ইউনিয়নে আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম খান, বনগাঁও ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলাম, বিরুলিয়া ইউনিয়নে যুবলীগ নেতা সেলিম মন্ডল, আশুলিয়া ইউনিয়নে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শাহাব উদ্দিন মাদবর, ইয়ারপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আহাম্মেদ ভূঁইয়া (মাস্টার), শিমুলিয়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবিএম আজাহারুল ইসলাম সুরুজ ও পাথালিয়া ইউনিয়নে আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ দেওয়ান।
গত ৫ জানুয়ারি পঞ্চমধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাভার উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ মনোনীত ৯ জন এবং দু’জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন। তবে বৃহস্পতিবার শপথ গ্রহণকালে পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান ছাড়া অন্য ১০ জনকে মুজিব কোট পরিহিত অবস্থায় দেখা গেছে।
শপথ বাক্য শেষে জেলা প্রশাসক শহিদুল ইসলাম নব নির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages