কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠান কে জরিমানা - Meghna News 24bd

সর্বশেষ


Tuesday, January 25, 2022

কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠান কে জরিমানা



গাজীপুর প্রতিনিধিঃ  গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে জমজম রেস্তোরা, ঔষধ ও রসের মিষ্টি দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় সফিপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অভিযোগে ওই তিন প্রতিষ্ঠানকে মোট ৩৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে জমজম রেস্তোরা হোটেলে ব্যবসা পরিচালনা করে আসছিল। এছাড়াও বাসি খাবার পরিবেশন, খাবারের অতিরিক্ত মূল্য আদায় ও ক্রেতাদের সাথে অসধাচরনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব নানা অভিযোগের প্রেক্ষিতে গত সোমবার সন্ধ্যায় উপজেলা উপজেলা নিবাহর্ী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে ওই হোটেলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান চালিয়ে ওই হোটেলের বৈধ কোনো কাগজপত্র না থাকায়, বাসি খাবার পরিবেশন করায়  এবং করোনা সময় জনসমাগম বেশি থাকায় ওই হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জামাল হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ওই বাজারে রসের মিষ্টি দোকানে ৫ হাজার ও অপর একটি ঔষধের দোকানে ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। ওই দুটি ভ্রাম্যমান আদালতে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবাহর্ী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ৩৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তবে জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages