কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ আহত ৪১ - Meghna News 24bd

সর্বশেষ


Friday, January 14, 2022

কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ আহত ৪১

কুমিল্লা প্রতিনিধি :  কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কমপক্ষে ৪১ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩৮ জনের অবস্থা আশঙ্কাজনক।  আহতদের অধিকাংশই শিশু।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে জেলার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের বিরুলিয়া গ্রামের আনোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা জেলা সদর ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রাত সাড়ে ৮টার দিকে সাংবাদিকদের নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দেব দাস দেব বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বিরুলিয়া গ্রামের একটি বাড়িতে গ্যাসের সিলিন্ডারের সঙ্গে সংযোগ করে বেলুন ওড়ানোর চেষ্টা করে একদল যুবক। এ সময় গ্রামের মানুষ সেখানে ভিড় জমান। হঠাৎ সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। আহতদের অনেকের মাথা ও চোখ থেঁতলে গেছে। সিলিন্ডারের বিকট আওয়াজে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

যে কারণে ৫ শতাধিক গ্যাস সংযোগ বিচ্ছিন্নযে কারণে ৫ শতাধিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দেব দাস দেব সাংবাদিকদের জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪১ জন নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তবে ৩৮ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে কুমিল্লায় রেফার করা হয়েছে। এখন এ হাসপাতালে ৩ জন রোগী ভর্তি আছেন।


Post Bottom Ad

Responsive Ads Here

Pages