ওয়ার্ড কাউন্সিলের বেলুন ও পায়রা আনতে গিয়ে আ.লীগনেতা মোস্তাক খান গুরুতর আহত, হাসপাতালে ভর্তি - Meghna News 24bd

সর্বশেষ


Wednesday, February 2, 2022

ওয়ার্ড কাউন্সিলের বেলুন ও পায়রা আনতে গিয়ে আ.লীগনেতা মোস্তাক খান গুরুতর আহত, হাসপাতালে ভর্তি



নিজস্ব প্রতিনিধি :

আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড কমিটির সম্মেলনে জন্য পায়রা ও বেলুন কিনতে গিয়ে মোটর সাইকেল(বাইক) দুর্ঘটনায় ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মোস্তাক খান গুরুতর আহত হয়েছেন। 

দুর্ঘটনায় তার মাথা ফেটে যায়, এবং প্রচুর রক্তপাত হয়।

এ সময় তার সহকারী অন্যানো নেতাকর্মীরা তাকে দ্রুত নিকটস্থ ক্লিনিকে নিয়ে যায়। 



সেখানে চিকিৎসক দ্রুত তার মাথা ব্যান্ডেজ করে জরুরি চিকিৎসা দেয় পরে তাকে বাসায় নিয়ে যাওয়া হয় । 

কিন্তু রাতে হঠাৎ করে তার নাকে মুখে রক্ত বের হওয়ার দরুণ তাকে ঢাকার এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। 

বর্তমানে তিনি চিকিৎসকের নিবিড় তত্বাবধানে রয়েছেন। 

জানাযায়,বিগত দিনে আওয়ামীলীগ যখন বিরোধীদলে ছিলো তখন দলের প্রতিটি আন্দোলন সংগ্রামে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। 

দলের প্রতিটি গুরুত্বপূর্ণ দিবস নিজস্ব অর্থয়ায়নে সম্পন্ন করেছেন, তার কর্মগুনে অর্জন করেছেন নেতাকর্মীদের ভালোবাসা।

 তিনি তার সুস্থতার জন্য অত্র ইউনিয়নবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages