কালিয়াকৈরে টিকা নিয়ে বিশৃঙ্খলা, আহত-১২ বিনামূল্যের টিকায় টাকা আদায়ের অভিযোগ - Meghna News 24bd

সর্বশেষ


Monday, February 14, 2022

কালিয়াকৈরে টিকা নিয়ে বিশৃঙ্খলা, আহত-১২ বিনামূল্যের টিকায় টাকা আদায়ের অভিযোগ

 


কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ঃসারা দেশের মতো গাজীপুরের কালিয়াকৈরেও শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে করোনা সুরক্ষা টিকা। রোববার দুপুরে এ টিকা নিয়ে বিশৃংখলার সৃষ্টি হয়েছে। এসময় ১০/১২ জন শিক্ষার্থী আহত হয়। এছাড়াও খরচ বাবদ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক শিক্ষা  অফিসারের বিরুদ্ধে টাকা আদায়ের অভিযোগ রয়েছে।

শিক্ষক-শিক্ষাথী ও উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, করোনা সুরক্ষায় সারাদেশের মতো গাজীপুরের কালিয়াকৈরেও পর্যায়ক্রমে শিক্ষার্থীদের টিকা প্রদান করা হচ্ছে। এর ধারাবাহিকতায় রোববার দিনব্যাপী উপজেলার ১৬টি স্কুলের ছাত্র-ছাত্রীদের করোনা টিকা প্রদান করা হয়। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিনটি টিকা কেন্দ্রে একযোগে করোনা টিকা প্রদান করা হয়েছে। এর মধ্যে উপজেলা সভা কক্ষের টিকা কেন্দ্রে স্বাস্থ্যবিধির কোন বালাই ছিল না। গাদাগাদি করে বিপুল সংখ্যক শিক্ষার্থী টিকা গ্রহণ করেছে। এসময় কারো কারো মুখেও ছিল না মাক্স। এ টিকা নিয়ে ওই কেন্দ্রে দিনব্যাপী বিশৃংখলার সৃষ্টি হয়েছে। এ সময় ধাক্কাধাক্কি ও প্রখর রোদে ৯ম শ্রেণীর শিক্ষার্থী শারমিন আক্তার ও মেহেবুব নেছাসহ ১০/১২ জন শিক্ষার্থী আহত হয়। আহত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অভিযোগ, ৯ টায় টিকা দেওয়ার কথা থাকলেও তার কার্যক্রম শুরু করে দুপুর বারোটার দিকে যার কারণে অনেক ভীড় হয়। এজন্য  বিশৃংখলার সৃষ্টি হয়। এছাড়া স্বাস্থ্য বিধি না মেনে গাদাগাদি করে টিকা প্রদানের কারণে করোনা ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে।  আর অনেক শিক্ষার্থী টিকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে বাড়ি চলে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানিয়েছেন, টিকা দিতে সকল শিক্ষার্থীদের পাঠানো হলেও পর্যাপ্ত টিকা না থাকায় অনেকেই টিকা না দিয়ে ফিরে গেছে। এছাড়াও খরচের কথা বলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এক হাজার করে টাকা নিয়েছে উপজেলা শিক্ষা অফিস।

টিকা দিতে গিয়ে শিক্ষার্থী অহত হওয়ার বিষয়টি স্বীকার করে  উপজেলা মাধ্যমিক শিক্ষা  কর্মকর্তা  জাকির হোসেন জানান, যারা টিকা দেন, তাদের গাড়ি ভাড়া ও খাবার-দাবার বাবদ কিছু টাকা নেওয়া হয়েছে। তবে কোন শিক্ষার্থীর কাছ থেকে টাকা নেওয়া হয়নি।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages