কালিয়াকৈরে ৭০ কেজি গাঁজসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - Meghna News 24bd

সর্বশেষ


Wednesday, February 16, 2022

কালিয়াকৈরে ৭০ কেজি গাঁজসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 


গাজীপুর প্রতিনিধি,

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। এ সময় তাদের কাছ থেকে ৭০ কেজি গাঁজা, পিকআপ, মোবাইল ফোন ও টাকা উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। 



গ্রেপ্তারকৃতরা হলেন- ময়মনসিংহের ধুবাউড়া থানার প ন্দনপুর এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মুন্না (২৯) ও নেত্রকোনার পূর্বধলা থানার মানিকধীর এলাকার মৃত মাহতাব উদ্দিনের ছেলে খোরশেদ আলম (২৮)।  

র‌্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, কতিপয় মাদক ব্যবসায়ী নেত্রকোনা জেলা থেকে ব্রয়লার মুরগীবাহী একটি পিকআপ যোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে রাজাধানী ঢাকার দিকে নিয়ে যাচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সোয়া ২টার দিকে ঢাকার উত্তরা র‌্যাব-১ এর একটি দল গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর শিলাবৃষ্টি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে মাদক ব্যবসায়ী মুন্না ও খোরশেদকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৭০ কেজি গাঁজা, একটি পিকআপ, দুটি মোবাইল ও ৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ওই উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃতদের ওই থানায় হস্তান্তর করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান,  এ ঘটনায় র‌্যাব-১ এর পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages