হুমায়ুন কবির, কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি :
গাজীপুরের নবাগত জেলা প্রশাসক আনিসুর রহমানের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রসাশনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের স ালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক আনিসুর রহমান। সভায় আরও বক্তব্য রাখেন- কালিয়াকৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, চাপাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু, ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড. শাহআলম সরকার, মৌচাক ইউনিয় পরিষদ চেয়ারম্যান লোকমান হোসেন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ।
সভায় নবাগত জেলা প্রশাসক বলেন, সরকারের দশ বছরের একটি পরিকল্পনা ছিল। যেটা ২০১০ সাল থেকে ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের ডিজিটাল বাংলাদেশ হবে। ২০২১ সালের মধ্যেই সেটা অর্জন হয়েছে। ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর যে সোনার বাংলা উন্নত সম্মৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন দেখিয়েছেন। আমরা যারা এখন কাজ করছি তারা সেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার সৈনিক। এ সময় তিনি আরও বলেন, সড়ক ও মহাসড়কে কোনো ধরণের অবৈধ স্থাপনা থাকবে না।