সাভারে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কিশোরি ধর্ষণ মামলা, দল থেকে বহিস্কার! - Meghna News 24bd

সর্বশেষ


Friday, February 25, 2022

সাভারে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কিশোরি ধর্ষণ মামলা, দল থেকে বহিস্কার!

 


সাভার প্রতিনিধি : সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়েরের পর ঘটনার সত্যতা পাওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক ও সাধারণ সম্পাদক ফিরোজ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানাকে অব্যাহতি দেওয়া হলো। সংগঠন থেকে তাকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সুপারিশ করা হলো। এছাড়া মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সাভার সদর ইউনিয়ন শাখা ছাত্রলীগের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয় এই বিজ্ঞপ্তির মাধ্যমে।



এর আগে বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগ নেতা সোহেল রানার বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম।

পুলিশ জানায়, সাভার পৌর এলাকার ইমান্দিপুর মহল্লায় চৌদ্দ বছরের এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত কয়েকমাস ধরে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে আসছিলেন সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা। পরে ওই কিশোরী সোহেল রানাকে বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করার অস্বীকার করেন। এ ঘটনায় বুধবার রাতে সাভার মডেল থানায় উপস্থিত হয়ে ওই কিশোরীর মা বাদী হয়ে সোহেল রানাকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। 

মামলা দায়েরের পর পরই তার বিরুদ্ধে আনীত ধর্ষণের অভিযোগের বিষয়ে যাচাই-বাছাই শুরু করে ছাত্রলীগ। পরে বৃহস্পতিবার রাতে পুলিশ এবং ভুক্তভোগী সাথে কথা বলে ঘটনার সত্য মিললে তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।

এদিকে মামলা দায়েরের পর থেকে গ্রেপ্তার এড়াতে পলাতক রয়েছেন ছাত্রলীগ নেতা সোহেল রানা। অবিলম্বে সোহেলকে গ্রেফতার করে কঠোর শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী কিশোরের প্রতিবেশীরা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, এই ছাত্রলীগ নেতা সোহেল রানার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময় যৌন হয়রানির অভিযোগ উঠে। গত দু'বছর আগে আরে কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক করে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে বিতর্ক শুরু হলে সেই ঘটনা ধামাচাপা দিতে তখন কিছুদিনের জন্য আত্মগোপনে চলে যান সোহেল। 

এছাড়া সাভারের বিভিন্ন সড়কে পরিবহন ও ব্যাটারিচালিত অটোরিকশা থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছে সোহেল রানার নেতৃত্বে একটি চাঁদাবাজ চক্র। আইনশৃঙ্খলা বাহিনী একটি সূত্র জানায়, ছাত্রলীগ নেতা সোহেল রানার নেতৃত্বে বিভিন্ন পয়েন্টে চাঁদা উত্তোলনের ঘটনায় তাদের গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ নেতা জানান, সোহেল রানা সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হলেও তার অফিস সাভার পৌর এলাকায়। চাঁদাবাজি, মাদক ব্যবসা ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য সাভার মজিদপুর এলাকায় অফিস ভাড়া নিয়ে দাপিয়ে বেড়ায় সে। স্থানীয় মাদক ব্যবসায়ী ইসরাফিল, ফিরোজসহ এলাকার বখাটে ছেলেদের নিয়ে সন্ত্রাসী গ্যাং গঠন করে ছাত্রলীগের নাম ব্যবহার করে বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে এই সোহেল।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages