আশুলিয়া প্রতিনিধি : সাভারের আশুলিয়ার ইউনিওয়ার্ল্ড ফুটওয়্যার লিমিটেড কারখানায় আগুনে পুড়ে ৩ জন শ্রমিক নিহত হওয়ার ঘটনায় কারখানা মালিক ও কলকারখানা পরিদর্শককে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন। তারা নিহত শ্রমিকের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ প্রদান, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনেরও দাবিও জানিয়েছে।
শুক্রবার (২৫শে ফেব্রুয়ারি) সকালে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমের সামনে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানান।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তপন সাহা বলেন, রানা প্লাজা, তাজরীন, টাম্পাকোর পর আবারও মালিকের অতি মুনাফার লোভ ও রাষ্ট্রের অবহেলার নির্মম শিকার হলেন ৩জন শ্রমিক। অগ্নি নির্বাপনের জন্য ফায়ার সেফটির ব্যবস্থা ছিল না, জরুরি বহিঃনির্গমণের জন্য ভবনে যেখানে ৪টি সিঁড়ি থাকার কথা সেখানে ছিল মাত্র ২টি। গেট খোলা থাকার কথা থাকলেও তা তালা বন্ধ ছিল। গেট খোলা থাকলে হয়ত শ্রমিক বাঁচতে পারত।
স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি আল কামরান বলেন, শিশুশ্রম নিষিদ্ধ থাকার পরও আইনের লংঘন করে কারখানাটিতে ১২ বছর থেকে ১৭ বছর পর্যন্ত শিশু-কিশোর শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। এত সব অনিয়ম দেখার দায়িত্ব ছিল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কল-কারখানা পরিদর্শন অফিসের। অথচ তারা কারখানা পরিদর্শন করেনি। ফলে এটি একটি রাষ্ট্রীয় অবহেলাজনিত কাঠামোগত হত্যাকাণ্ড।
বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অরবিন্দ বেপারী বিন্দু বলেন, অবিলম্বে শ্রমিক হত্যার দায়ে কারখানা মালিক সহ সংশ্লিষ্ট কারখানা পরিদর্শকসহ দায়ীদের গ্রেফতার, বিচার এবং নিহত সকল শ্রমিককে আইএলও কনভেনশন ১২১ অনুযায়ী আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানাই। অন্যথায় টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন ঠান্ডু বলেন, দিনের পর দিন বিচার না হওয়ায় শ্রমিক নির্যাতন ও হত্যাকাণ্ডের সংখ্যা বেড়েই চলেছে এই দায়ভার সরকারকেই নিতে হবে এবং অবিলম্বে এই ব্যর্থ শ্রম প্রতিমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে জানান তিনি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তপন সাহা, ঢাকা জেলা কমিটির সভাপতি মিজানুর রহমান, সাভার আশুলিয়া ধামরাই আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক রতন হোসেন মোতালেব, আশুলিয়া থানা কমিটির সভাপতি ইউসুফ শেখ, শ্রমিক নেতা আশিকুর রহমান প্রমুখ।