নিজস্ব প্রতিনিধি : আশুলিয়ার গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে আশুলিয়ার ভাদাইল আক্কাস আলী মারকেট সংলগ্ন ভান্ডারী বাড়ীখ্যাত মনিরদের বাড়িতে এ ঘটনা ঘটে, মৃত গৃহবধুর নাম মরিয়ম বেগম (২০),তার স্বামীর নাম আলান(২২)সে শশুর শাশুড়ি ও স্বামীর সাথে ঐ বাড়ির একটি ভাড়া কক্ষে ভাড়া থেকে স্বামির সাথে জামগড়ার একটি পোশাক কারখানায় চাকরি করতো ।
প্রত্যাক্ষদর্শীরা জানান, মাত্র দেড় মাস আগে তারা বিয়ে করে সংসার শুরু করে ,ছেলের দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় আর মেয়ের বাড়ি ভোলার লালমনে । ছেলে মেয়ে দুজনেই প্রেমের সম্পর্র জেরে বিয়ে করে এ বিয়ে ছেলের পরিবার মেনে নিলেও মেয়ের পরিবার মেনে নেয়নি । এ নিয়ে প্রায় সময় মেয়ের মন খারাপ ছিলো ,ধারনা করা হচ্ছে মেয়েটি রুমে একা থাকার সুযোগে বিকেলের দিকে ঘরের মেঝের তাল কাঠের সাথে গলায় ওড়না পেছিয়ে সম্ভাবত আত্মহত্যা করে। এ বিষয় , আশুলিয়া থানার এসআই ঘটনায় দেলোয়ার জানান ,লাশের ময়নাতদন্তর পর বিষয়টি বিজয়টি জানা যাবে ।