লক্ষ্মীপুরে মাকে কুপিয়ে হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে দিলো ছেলে - Meghna News 24bd

সর্বশেষ


Friday, February 25, 2022

লক্ষ্মীপুরে মাকে কুপিয়ে হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে দিলো ছেলে



লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জে কুপিয়ে হত্যার পর মা আমেনা বেগমকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে পুত্র। এ ঘটনায় অভিযুক্ত মাদকাসক্ত ছেলে রেদোয়ান হোসেন মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোররাতে উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের আশারকোটা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা জানায়, মাদকাসক্ত রেদোয়ান হোসেন মিলনকে  কয়েকবার মিলনকে ঢাকায় চিকিৎসা দেয়া হয়েছে। কিছুদিন আগে তাকে ঢাকা থেকে চিকিৎসা করিয়ে আনা হয়েছে। বুধবার সন্ধ্যায় মায়ের সঙ্গে মিলন নানার বাড়ি থেকে নিজ বাড়িতে আসে। ভোররাতে ঘুমন্ত অবস্থায় মা আমেনা বেগমকে কুপিয়ে শরীরের আগুন ধরিয়ে দেয়। ফজরের আজানের সময় ঘর থেকে ধোঁয়া উড়তে দেখে আশপাশের লোকজন ছুটে আসে।

পরে পুলিশ পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করে ও ছেলে রেদোয়ান হোসেন মিলনকে গ্রেপ্তার করে। নিহত আমেনা বেগম মৃত আলী আকবরের স্ত্রী। মিলন তাদের ছোট ছেলে।


রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages