মাসুদ রানা ঃ
সাভারের আমিনবাজার ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রকিব আহমেদ কে আমিনবাজার প্রাইভেট স্কুল এসোসিয়েশন(অ্যাফসা)র পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার (৮ই ফ্রেরুয়ারী) বিকেলে আমিনবাজার প্রাইভেট স্কুল এসোসিয়েশনের আয়োজনে হোসেন টাওয়ারের সাঈদ কমিউনিটি সেন্টারের ৪র্থ তলায় আমিনবাজার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ রকিব আহমেদেকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বশির আহমেদ।
শুরুতেই ফিতা কেটে আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠান স্থলে উপস্থিত হন। এরপর আসন গ্রহন শেষে কোরআন তেলোয়াত,গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু হয়।
এরপর একে একে আমন্ত্রিত সকল অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আমিনবাজার আইডিয়াল স্কুলের পরিচালক মোঃ ইমরান হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবায় রাষ্ট্রীয়ভাবে স্বর্ণপদক প্রাপ্ত সমাজ সেবক বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ সালাহ্ উদ্দীন খান নঈম।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এম এম আই কলেজের সহোযোগী অধ্যাপক বদরুল আলম, আমিন বাজার নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ শহিদুল ইসলাম সরদার, আমিন বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ আব্দুস সবুর খান,
সাবেক সাভার উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক লায়ন মোঃ বশির আহমেদ,এ্যাড. মাহবুবুর রহমান মিলন, হাবিবুর রহমান,
আরোও উপস্থিত ছিলেন,আমিন বাজার ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আফজাল হোসেন, মতিউর রহমান শামীম আহমেদ, আলী হায়দার সহ অন্যানো নেতৃবৃন্দ।
বক্তারা শিক্ষার্থীদের জন্য একটি মানসন্মত খোলা খেলা ধুলার জন্য একটি উন্মুক্ত মাঠের জন্য আবেদন করেন এ ছাড়া বিভিন্ন স্কুলে খেলাধুলার চর্চা,সাহিত্য বিনোদনের নিয়মিত আয়োজনের দাবি জানান। বক্তারা শিক্ষার্থীদের মান সন্মত শিক্ষা প্রদানের জন্য শিক্ষকদের প্রতিও আহ্বান জানান।
এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান রকিব আহমেদ জানান, আপনারা শিক্ষকরা মানুষ গড়ার কারিগর আমি সব সময় আছি। আপনার অত্র এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন। আমি সব সময় আপনাদের সাথে আছ ইনশাল্লাহ্।
আপনাদের যেকোন প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন।