সাভার প্রতিনিধি ঃ সাভারে বাড়ি ভাড়ার টাকা ম্যানেজারকে না দিয়ে মালিককে দেওয়ায় ভাড়াটিয়াকে ব্যাপক মারধর করেছেন ম্যানেজার ও তার ছেলে। এঘটনায় সাভার মডেল থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী।
শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে অভিযোগ করেন ভুক্তভোগী রাসেল মিয়া। এর আগে সকালে ভুক্তভোগী ও তার মাকে ব্যাপক মারধর করেন মহিলা ম্যানেজার রেহেনা ও তার দুই ছেলে বিপ্লব ও হৃদয়।
ভুক্তভোগীরা হলেন- রাসেল মিয়া সাভারের ইমান্দিপুরের গাবতলা এলাকার মফিজুর রহমানের ছেলে (২০) ও তার মা হেলেনা বেগম (৫০)।
অভিযোগ সুত্রে জানা যায়, কয়েকদিন আগে অভিযুক্তদের সাথে ঘর ভাড়ার টাকা নিয়ে হেলেনা বেগমের ঝগড়া হয়। পরে ঘর ভাড়া অভিযুক্ত ম্যানেজারকে না দিয়ে বাড়ির মালিকের কাছে দিয়ে আসেন রাসেল। এতে ক্ষিপ্ত হয়ে হেলেনা বেগমকে ম্যানেজারের স্ত্রী রেহেনা ও তার দুই ছেলে মারধর করে। এসময় হেলেনার চিৎকার শুনে স্থানীয় কয়েকজন ব্যক্তিকে নিয়ে বাড়ির ভিতরে যায় রাসেল। মারধরের কারন জানতে চাইলে রাসেলকেসহ আবার মারধর করেন তারা। এসময় তারা গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান স্থানীয়রা। পরে সাভার মডেল থানায় অভিযোগ করেন ভুক্তভোগী।
এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক এএসআই অশোক কুমার দত্ত জানান, বিষয়টি নিয়ে উভয় পক্ষ অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।