আশুলিয়ায় ১৪৭ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার - Meghna News 24bd

সর্বশেষ


Tuesday, March 1, 2022

আশুলিয়ায় ১৪৭ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার



আশুলিয়া প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। এসময় তাদের কাছ থেকে ১৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মঙ্গলবার (১ মার্চ) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান। এর আগে, একইদিন সকালে আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ভোলা জেলার মো. নয়ন হোসেন (২১), ঠাকুরগাঁও জেলার মো. সরোয়ার হোসেন জাহিদ (২৮) ও মো. মনতাজ (২৮)। তারা সবাই পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানায় র‌্যাব।

র‌্যাব জানায়, সকাল সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের আশুলিয়ায় অভিযান পরিচালনা করা হয়। এসময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে তাদের কাছ থেকে ১৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে ৩টি মোবাইল ও নগদ ৬৪০ টাকা জব্দ করা হয়েছে।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, গ্রেফতারকৃত আসামীরা দেশের সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল সংগ্রহ করতেন। তারা এসব মাদকদ্রব্য ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলেন বলে স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages