বাংলাদেশী হাফেজের বিশ্বজয় - Meghna News 24bd

সর্বশেষ


Friday, March 11, 2022

বাংলাদেশী হাফেজের বিশ্বজয়


অনলাইন ডেস্ক : ইরানের তেহরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার ৩৮তম আসরে সারাবিশ্বে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের প্রতিযোগী হাফেজ সালেহ আহমাদ তাকরীম। 

হাফেজ তাকরীম রাজধানীর মিরপুরের মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার শিক্ষার্থী। হাফেজ তাকরীমের পিতা হাফেজ আব্দুর রহমান একজন মাদরাসা শিক্ষক ও মা গৃহিণী। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ভাদরায়।

বিশ্বমঞ্চে এই বাংলাদেশী কিশোর হাফেজ এর অভাবনীয় সফলতায় আমাদের গর্ব করা উচিত, আমি খবরটা শুনে অনেক আনন্দিত হয়েছি। সব সেক্টরে বিশ্ববিজেতা হয়ে উঠুক আমাদের ভবিষ্যত প্রজন্ম। অনেক শুভকামনা রইলো। হাফেজ তাকরীমের উত্তরোত্তর সফলতা কামনা করি।

আমারদেশের সংবাদের পক্ষ  থেকে তার জন্য নিরন্তণ শুভ কামনা রইলো।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages