সয়াবিন তেল-পাম ওয়েল বিদেশ থেকে আমদানি করে প্রাইভেট সেক্টর, আমি বললেই তো দাম কমাবে না : কৃষিমন্ত্রী - Meghna News 24bd

সর্বশেষ


Tuesday, March 29, 2022

সয়াবিন তেল-পাম ওয়েল বিদেশ থেকে আমদানি করে প্রাইভেট সেক্টর, আমি বললেই তো দাম কমাবে না : কৃষিমন্ত্রী



নিজস্ব প্রতিনিধি ঃ কিছু খাদ্য শস্যের দাম বেড়েছে আমরা অস্বীকার করছি না।তবে সয়াবিন তেল-পাম ওয়েল বিদেশ থেকে আমদানি করে প্রাইভেট সেক্টর, আমি বললেই তো দাম কমাবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
সোমবার সন্ধ্যায় সাভারের বিএনসিসির মাঠে আশুলিয়ার থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
এসময় মন্ত্রী আরো বলেন, রোজা কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। কম্পিউনিস্ট কিছু বামপন্থী নেতারা হরতাল করছে। বিএনপিসহ আরো কিছু ভুইভোড় রাজনৈতিক দল তাতে সমর্থন দিয়েছে। মানুষ এখন হরতাল চায় না। নির্বিঘ্নে কাজ করছে।
মন্ত্রী আরো বলেন, দেশে নির্বাচন হবে। নির্বাচন কমিশনার রয়েছে তাদের দ্বারাই হবে। বেগম খালেদা জিয়া ফখরুল ইসলাম আলমঙ্গীরা বাংলাদেশের মানুষকে বিশ্বাস করে না। পাকিস্তানী জেনারেল দ্বারা যদি বাংলাদেশে একটা নির্বাচন কমিশন করা যায়। তাহলে বিএনপি হয়তো বিশ্বাস করবে বাংলাদেশে একটা 
নিরপেক্ষ নির্বাচন হবে।

ত্রি-বার্ষিকী সম্মেলনে ফারুক হাসান তুহিনকে আশুলিয়া থানা আওয়ামী লীগ সভাপতি ও মুহাম্মদ সাইফুল ইসলামে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এছাড়া শাহাদাত হোসেন খানকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুহ সোবহান গোলাপ, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক সামসুনন্নাহার চাপা ও বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ও ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ,আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রকিব আহমেদ, কৃষকলীগ নেতা মহসিন করিম,হযরত আলী,  সহ আরও অনেকে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages