কালিয়াকৈরে জেলা যুব দলের নবগঠিত কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ-মিছিল - Meghna News 24bd

সর্বশেষ


Saturday, March 5, 2022

কালিয়াকৈরে জেলা যুব দলের নবগঠিত কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ-মিছিল

 


হুমায়ুন কবির, গাজীপুর প্রতিনিধি  :  গাজীপুরে জেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণার একদিনের মাথায় ঘোষিত নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কালিয়াকৈর উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা। শনিবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের  কালিয়াকৈর উপজেলার ট্রাকষ্টেশন এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষুব্ধ যুবদলের তৃনমূল নেতাকর্মী সুত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু গাজীপুর জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। একই সঙ্গে আতাউর রহমান মোল্লাকে আহবায়ক ও রফিকুল ইসলামকে সদস্য সচিব করে দুই সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করেন। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষিরিত এক পত্রে এ নবগঠিত কমিটি ঘোষণার কথা জানানো হয়। নতুন আহবায়ক ও সদস্য সচিবকে আগামী সাত দিনের মধ্যে বাকী পদ পুরণ করে পুর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এদের মধ্যে আতাউর রহমান শ্রীপুর উপজেলা যুবদলের আহবায়ক ও রফিকুল ইসলাম কালিয়াকৈর উপজেলা যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কিন্তু একতরফা, অযোগ্য, অথর্ব, এবং পকেট  কমিটি আখ্যা দিয়ে ওই নবগঠিত কমিটি বাতিলের দাবি জানিয়েছেন কালিয়াকৈর উপজেলা ও পৌর যুবদলের তৃণমূলের নেতাকর্মীরা। ওই কমিটি বাতিলের দাবীতে ওই নেতাকর্মীরা শনিবার বিকেলে কালিয়াকৈর উপজেলার ট্রাকষ্টেশন বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ট্রাকষ্টেশন থেকে শুরু হয়ে বিভিন্ন আ লিক সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন- কালিয়াকৈর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মালেক, কালিযাকৈর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল হামিদ, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন,  যুবদল নেতা বাদশা মিয়া, মুস্তাফিজুর রহমান শিপলু, ফিরোজ কবির, আফজাল হোসেন, শফিকুল ইসলাম, শাহীন, নাজমুল হক প্রমূখ। এ সময় উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages