গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে আনন্দ টিভির ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। আজ (১১ মার্চ) শুক্রবার সকালে এ বর্ষপূর্তি উদযাপন করা হয়।
বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সকালে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে ঢাকা- টাংগাইল মহাসড়ক পদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে আনন্দ টিভির কালিয়াকৈর প্রতিনিধি আফসার খাঁন বিপুলের অফিস কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর পৌরসভা মেয়র মজিবুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, আনন্দ টিভি হাটি-হাটি পা-পা করে আজ ৪র্থ পেরিয়ে ৫ম বর্ষে পদার্পন করলো। এটি একটি জনপ্রিয় বেসরকারি টেলিভিশন রুপে রুপ নিয়েছে। বিনোদনের পাশা-পাশি সত্য, নির্ভীক, ও সুন্দর প্রতিবেদন গুলো আমাদের উপহার দিয়ে আসছে। কিছু দিন আগে আমরা দেখলাম বংশী ও তুরাগ নদীর দূষণ নিয়ে অনেক সুন্দর একটি প্রতিবেদন কালিয়াকৈরবাসীকে উপহার দিয়েছে। এভাবেই কিন্তু আনন্দ টিভি দেশ ও জাতির জন্য কাজ করে যাচ্ছে। আমি আনন্দ টিভির উত্তরোত্তর উন্নতি কামনা করছি।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিল আবদুল কদ্দুস খাঁন। তিনি তার বক্তব্য বলেন, আনন্দ টিভির মালিক মরহুম আব্বাস উল্লাহ সিকদার একজন ভাল লোক ছিলেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, সমাজসেবক ও মিডিয়ার লোক ছিলেন। তার হাতে গড়া এ প্রতিষ্ঠান। আমি আনন্দ টিভির জন্মদিনে, আনন্দ টিভির পরিবারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক গিয়াস উদ্দিন আহমেদ, কালিয়াকৈর প্রেসক্লাবের সমাজ কল্যাণ সম্পাদক ও দৈনিক মানব কন্ঠ পত্রিকার কালিয়াকৈর প্রতিনিধি সেলিম হোসেন, দৈনিক ঢাকার ডাক পত্রিকার কালিয়াকৈর প্রতিনিধি মফিজুল ইসলাম রায়হান, বাংলাদেশ টেলিভিশন (বিটিভির) গাজীপুরের চিত্র সাংবাদিক শাহআলম সরকার, উপজেলা জামে মসজিদের পেশ ইমামসহ সকল স্তরের সাধারন জনগন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
পরে কেক কেটে আনন্দ টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া করা হয়।