সাভার প্রতিনিধি: সাভারে উৎসব মুখর পরিবেশে তিতাস গ্যাস ঠিকাদার প্রতিনিধি কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার শিমুলতলা এলাকায় সমিতির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব নাসিম ইকবালসহ আরো দুইজন নির্বাচন কমিশনারের মাধ্যমে এ ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহন শুরু সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা সময় ভোট গ্রহণ শেষ হয়।
নির্বাচনে ১৩টি পদের মধ্যে শুধুমাত্র ৩টি পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ঠিকাদার কল্যাণ সমিতির এ নির্বাচনে ৭৫ জন ভোটারের মধ্যে ৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে সভাপতি পদে হুমায়ুন কবির রশিদ ৫১ ভোটে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল হক পেয়েছেন ১৮ ভোট। সাধারণ সম্পদক পদে কাওসার আহমেদ ৫৭ ভোটে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী টিপু পেয়েছে ১২ ভোট। সহ-সভাপতি পদে বাছেদ মোল্লা ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আঃ আলীম ৩৪ ভোট পেয়েছেন।
এছাড়া বাকি ১০টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা হলেন মোঃ আবু তাহের বাবুল সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহজাহান সহ-সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ মিয়া অর্থ সম্পাদক মোঃ দিদারুল শরীফ ( মনির) সহ-অর্থ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম দপ্তর সম্পাদক মোঃ মোস্তফা কামাল প্রচার সম্পাদক মোঃ বুলবুল আহমেদ ধর্ম সম্পাদক মোঃ ফারুক হোসেন সাংস্কৃতিক সম্পাদকসহ এই কমিটিতে তিনজন কার্যকরী সদস্য রাখা হয়েছে তারা হলেন মোঃ ইমরুল কায়েস মোঃ শফিউল ইসলাম মিসেস শাহনাজ ইকবাল। ।