ইফতারের পূর্বমূহুর্তে সন্ত্রাসী শাহ আলম গংয়ের হামলায় ২সাংবাদিক গুরুতর আহত - Meghna News 24bd

সর্বশেষ


Sunday, April 24, 2022

ইফতারের পূর্বমূহুর্তে সন্ত্রাসী শাহ আলম গংয়ের হামলায় ২সাংবাদিক গুরুতর আহত



নিজস্ব প্রতিনিধি ঃ ইফতারের পূর্বমূহুর্তে সন্ত্রাসী শাহ আলম গংয়ের হামলায় ২সাংবাদিক গুরুতর আহত। 

শনিবার সন্ধায় আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের আহবায়ক কমিটির আয়োজনে ইফতার মাহফিলে যোগ দিতে এসে ক্লাবে প্রবেশ করতে চাইলে রোজাদার সাংবাদিক মাসুদ রানা ও শফিকুল ইসলাম কে  ক্লাবের প্রধান ফটকের সামনে আগে থেকেই দাড়িয়ে থাকা অত্র ক্লাব থেকে বহিস্কৃত শাহ আলম ওরফে চান্দা, তার ভাই হকার লিটন, তার ছেলে জসিম উদ্দিন বিজয় সহ অজ্ঞাত ৩/৪ জন তাদের উপর অর্তকিত হামলা চালায়। 

এ সময় তারা তাদের মেরে লীলা ফুলা জখম করে। পরে তাদের আত্মচিৎকারে উপস্থিত লোকজন সহ তাদের সহকর্মীরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। 

 এ সময় ৯৯৯ কল করা হলে আশুলিয়া থানার এ এস আই হারুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। 

পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকরা হয়।

উল্লেখ্য নির্ধারিত সময় পার হবার পরেও ক্লাবে নির্বাচন না দেয়া, ক্লাব দখলের ষড়যন্ত্রে করা, সদস্যদের বিনাকারণে বহিস্কার করা, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলাসহ নানা অভিযোগে গত ৮ এপ্রিল আশুলিয়া রিপোর্টার্স ক্লাব থেকে শাহ আলম কে বহিস্কার করা হয়। 

এতে ক্ষিপ্ত হয়ে সাংবাদিক নামধারী এ সন্ত্রাসী তার সন্ত্রাসী মূলক কর্মকান্ড অব্যহত রাখে।

 সে ফেসবুকে ফেক লাইক পেজ, ফেক আইডি খুলে মিথ্যা প্রোপাগান্ড চালিয়ে যাচ্ছে। 

মাত্র কয়েক দ"মাস আগেও এ সন্ত্রাসী শাহ আলম আশুলিয়া  রিপোর্টার্স ক্লাবের বাবুল খানের উপর অর্তকিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে । আশুলিয়ায় বহু সাংবাদিক তার হামলার শিকার। 

আহত সাংবাদিকদ্বয় সন্ত্রাসী শাহ আলমের হুমকির পরিপ্রেক্ষিতে গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে পৃথক পৃথক ভাবে দুটি সাধারণ ডায়েরি করে। 

 সন্ত্রাসী শাহ আলম ও তার সন্ত্রাসী বাহিনী থেকে  ক্লাব কে মুক্ত করতে প্রসাশনের প্রতি জোর দাবী জানান আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সদস্যরা। 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages