ঈদে ঘরমুখো যাত্রীবাহী বাস থেকে শাহ আলম ও লিটনের ব্যপক চাঁদাবাজী - Meghna News 24bd

সর্বশেষ


Friday, April 29, 2022

ঈদে ঘরমুখো যাত্রীবাহী বাস থেকে শাহ আলম ও লিটনের ব্যপক চাঁদাবাজী

 

ছবির ইনসেটে চাঁদাবাজ শাহ আলম ও লিটন

নিজস্ব প্রতিনিধি : আশুলিয়ার ডিইপিজেডের পুরাত জোনের পশ্চিম পাশে আশুলিয়া রিপোর্টার্স ক্লাব ও ট্রাফিবক্সের সামনে মহাসড়কে চলাচলরত ঈদে ঘরমুখো যাত্রীবাহী বাস থেকে ব্যপক চাঁদাবাজীর অভিযোগ উঠেছে কথিত নামধারী সাংবাদিক শাহ্ আলম ও তার আপন ভাই হকার লিটনের বিরুদ্ধে। 

সরেজমিনে গিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে দেখা যায় কথিত নামধারী সাংবাদিক শাহ আলমের নাম ভাঙ্গিয়ে তার আপন ছোট ভাই দলবল নিয়ে মহাসড়কের উপর অবস্থান নেয়া প্রতিটি বিজার্ভ বাস থেকে এক থেকে দেড় হাজার টাকা চাঁদা আদায় করছে। এ সময শাহ আলম কেও সড়কে দাড়িয়ে থেকে বাস থেকে টাকা উত্তোলন করতে দেখা গেছে। জানাযায় প্রায় শতাধিক রিজার্ভ বাস থেকে প্রায় লক্ষাধিক টাকা উত্তোলন করে তারা।

এছাড়াও আন্তঃজেলা বাস গুলো থেকে ২/৩শ টাকা আদায় করছে। 

বাস চালকরা অভিযোগ করেন, টাকা দিতে অস্বীকৃতি জানানো দু তিনটি বাসের হেলপার ও কন্টাকটরের উপর হামলা চালিয়েছে লিটন ও তার দলবল নিয়ে হামলা চালায় । তারা আরো জানায় লিটন নাকী শাহ আলম ও ক্লাবের নাম ভাঙ্গিয়ে টাকা আদায় করছে। 

এ ব্যপারে আশুলিয়া থানায় যোগাযোগ করা হলে তারা অভিযোগ পেলে ব্যবস্থা যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।

এ ব্যপারে জানতে,অভিযুক্ত শাহ আলম ও তার ভাই লিটন কে মোবাইল ফোনে বার বার কল দেয়া হলেও অপরপ্রান্ত থেকে তারা কলটি রিসিভ করেননি।

শেষ খবর পাওয়া পর্যন্ত জানাযায় তাদের নামে  দুটি চাঁদাবাজির মামলা দায়েরের চেষ্টা চলছে। 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages