সিংগাইরে ১০ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার, ভোক্তাদের কাছে বিক্রি - Meghna News 24bd

সর্বশেষ


Sunday, May 15, 2022

সিংগাইরে ১০ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার, ভোক্তাদের কাছে বিক্রি



 সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরের ধল্লা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভাবে মজুদ ১০ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ সময় তেল মজুদের অভিযোগে ও বেশি দামে বিক্রি করার দায়ে ধল্লা বাজারে আলতাফ স্টোরের মালিককে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই সঙ্গে দোকানটি সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়।

জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর উপজেলার ধল্লা বাজারের শনিবার বিকালে অভিযান পরিচালনা করা হয়। এসময় আলতাফ স্টোরে বিপুল পরিমাণ তেলের অবৈধ মজুদের সন্ধান পাওয়া যায়। অবৈধ ভাবে ঈদের আগে মজুদ করা বিভিন্ন ব্যান্ডের ১,২ ও ৫ লিটারের বোতলজাত তিন হাজার ৫০০ লিটার তেল গুদামে পাওয়া যায়। এছাড়াও ৫ লিটারের বোতলজাত তেল খুলে ড্রামে ভরে সংরক্ষণ করা অবস্থায় পাওয়া যায় প্রায় ৬ হাজার ৫০০ লিটার তেল। দুই লিটারের বোতলজাত তেল এর ৩৩৪ টাকা এমআরপি থাকা সত্বেও ৩৮০ টাকায় ক্রেতাদের কাছে বিক্রয় কালে হাতেনাতে ধরা হয়।

সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল আরও জানান, এ সকল অপরাধে উক্ত প্রতিষ্ঠানকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ রাখা হয়েছে। উদ্ধারকৃত তেল উপস্থিত ভোক্তাদের মাঝে বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages