ভাদাইমাখ্যাত জনপ্রিয় কৌতুক অভিনেতা আহসান আলী আর নেই (ভিডিওসহ) - Meghna News 24bd

সর্বশেষ


Sunday, May 22, 2022

ভাদাইমাখ্যাত জনপ্রিয় কৌতুক অভিনেতা আহসান আলী আর নেই (ভিডিওসহ)

  


নিজস্ব প্রতিনিধি(টাঙ্গাইল) ঃ গ্রাম গঞ্জের জনপ্রিয় ভাদাইমাখ্যাত কৌতুক অভিনেতা আহসান আলী আর নেই। রোববার (২২ মে) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৫০ বছর। আহসান আলী দুই স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আহসান আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার শ্যালক জজ আলী।

তিনি জানান, দীর্ঘদিন যাবৎ ক্যানসারে আক্রান্ত ছিলেন আহসান আলী। এছাড়া, তার লিভারেও পানি জমে ছিল। রোববার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে শহরের একটি বেসরকারি ক্লিনিকে নেয়া হয়। সেখান থেকে পরে আহসান আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে মৃত্যুবরণ করেন আহসান আলী।


এদিকে, দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন জানান, মরদেহ হাসপাতালে আছে। বাড়িতে নেয়ার প্রক্রিয়া চলছে।


আহসান আলীর জন্ম, বেড়ে ওঠা টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের দাইন্যা রামপাল গ্রামে। অতীতে তিনি কৃষিকাজ করে সংসার চালাতেন। তখন থেকেই তার মধ্যে হাস্যরস ও কৌতুকের চর্চা ছিল। এরপর শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ ও নিজের চেষ্টায় কৌতুক অভিনয় শুরু করেন। ২০ বছর আগে ক্যাসেটের মাধ্যমে ‘ভাদাইমা’ হিসেবে পরিচিতি লাভ করেন তিনি।

ভাদাইমা চরিত্রে বহু কৌতুক নাটকে অভিনয় করেছেন আহসান আলী। তার সেসব কাজ সিডি আকারে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যায়। বিশেষ করে গ্রামের মানুষের কাছে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। তাকে অনুসরণ করে পরবর্তীতে আরও অনেকেই ভাদাইমা নামে প্রকাশ্যে আসেন। তবে অধিকাংশের কনটেন্টে অশ্লীলতার অভিযোগ পাওয়া যায়। ভিডিও দেখতে নিচে ক্লিক করুন।



Post Bottom Ad

Responsive Ads Here

Pages