হুমায়ুন কবির,গাজীপুর প্রতিনিধি,
গাজীপুরের কালিয়াকৈরে পৃথক দুটি এলাকায় গতকাল সোমবার দুপুরে একটি পোশাক
কারখানা ও একটি ঔষধ কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুন
নেভাতে ও তাড়াহুড়ো করে নামতে গিয়ে কমপক্ষে দুটি কারখানার ২২ জন শ্রমিক আহত
হয়েছে। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত ওই ঔষধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে
ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বোডঘর
এলাকায় স্কয়ার ফার্মাসিটিক্যালস্ নামে ঔষধ কারখানায় গতকাল সোমবার দুপুর
সাড়ে ১২টার দিকে ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই কারখানার নতুন ভবনের ৩য়
তলায় লার্জ ভলিয়ম প্যারেন্টাল ইউনিটে আগুনের সুত্রপাত ঘটে। পরে আগুন
মুহুর্তের মধ্যে আগুন পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। কালো ধোয়ায় আছন্ন হয়ে পড়ে
পুড়ো এলাকা। আতঙ্কে ওই ইউনিটে কর্মরত শ্রমিকরা দৌড়ে নিরাপদ স্থানে চলে যায়।
এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হয়েছেন। আগুন
নিভাতে গিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় কারখানা কর্তৃপক্ষ। খবর
পেয়ে কালিয়াকৈর, জয়দেবপুর, টঙ্গী, সাভারের ইপিজেড ও টাঙ্গাইলের মির্জাপুর
ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এদিকে আগুনের খবর পেয়ে কর্মরত শ্রমিকদের খোঁজে কারখানার সামনে ভীড় করেছেন
তাদের আতঙ্কিত স্বজনরা। তবে সংবাদ সংগ্রহ করতে কারখানার ভেতরে কোন
গণমাধ্যমকর্মীদের প্রবেশ করতে দেননি কর্তৃপক্ষ।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, আগুনের খবর
পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ
করছে। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
অপরদিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার নুর গ্রুপের রাইয়ান নিট কম্পোজিট
লিমিটেড নামে পোশাক কারখানায় গতকাল সোমবার বেলা সোয়া ২টার দিকে অগ্নিকা-ের
ঘটনা ঘটে। ওই কারখানার ৫ম তলা ভবনের ৪তলায় ফেব্রিক্স গোডাউনের এক পাশে
আগুনের সুত্রপাত হয়। পরে মুহুর্তের মধ্যে আগুন ওই গোডাউনের পুরো ফ্লুরে
ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় কারখানা
কর্তৃপক্ষ। খবর পেয়ে জয়দেবপর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট
ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে আগুন
নেভাতে গিয়ে কালো ধোঁয়ায় ১২ জন শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে
কালিয়াকৈর ট্রাক ষ্টেশন এলাকায় রুমাইসা ক্লিনিক ও সফিপুর তানহা হাসপাতালে
পাঠানো হয়েছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, খবর
পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে পোশাক কারখানার আগুন নেভাতে গিয়ে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।
Monday, May 23, 2022

কালিয়াকৈরে ঔষধ ও পোশাক পৃথক কারখানায় ভয়াবহ আগুন,আহত-২২
Post Bottom Ad
Responsive Ads Here
Author Details
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.