চট্টগ্রামে র‍্যাবের ওপর হামলা, আহত ২ জনকে হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে - Meghna News 24bd

সর্বশেষ


Wednesday, May 25, 2022

চট্টগ্রামে র‍্যাবের ওপর হামলা, আহত ২ জনকে হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে

ছবি সংগ্রহিত


চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলার বারইয়ারহাটে ডাকাত আখ্যা দিয়ে র‌্যাব সদস্যদের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে তিন র‌্যাব সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনকে ফেনীর ভাষা শহিদ সালাম স্টেডিয়াম থেকে ঢাকায় নেওয়া হচ্ছে। উপজেলার বারইয়ারহাট পৌরসভা এলাকায় বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন শামীম কাউসার, মোখলেসুর রহমান ও মো. পারভেজ। র‍্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার রাত সাড়ে ৯টার দিকে হামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আহতদের প্রথমে বারইয়ারহাটের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে গুরুতর আহত দু’জনকে ফেনী সদর হাসপাতালে নেয়া হয়। তবে তাদের ঢাকায় চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
র‌্যাবের সদর কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার তাহিয়াত চৌধুরী রাত ৯টার দিকে বলেন, ‘আমি মাত্র ঘটনাটি শুনেছি, এখন ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত জানি না এখনও।’

জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) খাইরুল আলম  বলেন, ‘মাগরিবের পরপরই তাদের উপর হামলার ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আসছেন। এখনই বিস্তারিত জানানো যাচ্ছে না।’ কে বা কারা এই হামলা চালিয়েছে- তা জানাতে পারেনি কেউ।

তবে স্থানীয়রা বলেন, ‘একটি প্রাইভেট কারকে ফলো করে বারৈয়ারহাট পৌরসভায় আটক করে র‍্যাব সদস্যরা। তখন ডাকাত বলে চিৎকার করে লোকজন ডেকে তাদের ওপর হামলা চালানো হয়।

র‍্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানিয়েছেন, আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শামিম কাউসার ও মোখলেসুর রহমানকে হেলিকপ্টারে করে ঢাকায় নেয়া হচ্ছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages